HomeEducation Newsঅটিজমে আক্রান্ত শিশুদের পড়াশোনা শেখানোর সুযোগ দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

অটিজমে আক্রান্ত শিশুদের পড়াশোনা শেখানোর সুযোগ দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

অটিজমে (Autism) আক্রান্ত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পঠনপাঠনে অনেক ক্ষেত্রেই সমস্যা দেখা যায়। পড়াশোনার ইচ্ছে থাকলেও উপায় থাকেনা বেশিরভাগই।তাই এসব শিক্ষার্থীদের জন্য সাহায্যের জন্য যাঁরা শিক্ষক-শিক্ষিকা হিসাবে হাত বাড়িয়ে দিতে চান, তাঁদের জন্য বিশেষ সুযোগ নিয়ে এলো যাদবপুর বিশ্ববিদ্যালয়(Jadavpur University)। B.Ed Special Autism Spectrum D এর তরফে ভর্তি প্রক্রিয়া চলছে। বিস্তারিত জেনে নিন।

কোর্সটি করাবেন কারা?

এই কোর্সটি করানো হবে প্রদীপ সেন্টার ফর অটিজ়ম ম্যানেজমেন্টের (Pradeep Center for Autism Management) অধীনস্থ প্রদীপ ট্রেনিং কলেজের তরফে।

কোর্সটি রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (Rehabilitation Council of India) কর্তৃক স্বীকৃত।

আসন সংখ্যা:

মোট ৩০টি।

পাঠক্রমটির মেয়াদ:

দু’বছর।

ক্লাস শুরু হবে:

আগামী অক্টোবর মাস থেকে ক্লাস শুরু হবে।

যোগ্যতা:

i) আবেদন করার জন্য প্রার্থীদের সায়েন্স/ সোশ্যাল সায়েন্স/ হিউম্যানিটিজে স্নাতক বা স্নাতকোত্তরে (Graduated or Post Graduated in Science/Social Science/Humanities) ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।
ii) যেসব প্রার্থী ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজিতে (Engineering/Technology) ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেয়ে স্নাতক হয়েছেন, তাঁরাও আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
ii) আগ্রহীদের আবেদনপত্র-সহ সমস্ত নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন জানাতে হবে।

আবেদনমূল্য:

৫০০ টাকা।

আবেদনের শেষ দিন:

আগামী ৩০ সেপ্টেম্বর।

কোর্সে ভর্তি সংক্রান্ত বাকি তথ্য জানার জন্য পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (Website) দেখতে হবে।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular