HomeEducation NewsPh.D in JU: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে পিএইচডি করার সুযোগ। জানুন বিস্তারিত।

Ph.D in JU: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে পিএইচডি করার সুযোগ। জানুন বিস্তারিত।

আর্টসের একাধিক বিষয়ে পিএইচডি (Ph.D in Arts Subjects) করার সুযোগ দেবার কথা জানিয়ে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়(Jadavpur University)। জানুন বিস্তারিত।

বাংলাসমেত আরো অন্যান্য বিষয় যেমন কমপারেটিভ লিটারেচার, অর্থনীতি, এডুকেশন, ইংরেজি, ফিল্ম স্টাডিজ, ইতিহাস, ইন্টারন্যাশনাল রিলেশনস, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ফিলোজফি, ফিজিক্যাল এডুকেশন, সংস্কৃত, সমাজবিজ্ঞান (Bengali, Comparative Literature, Economics, Education, English, Film Studies, History, International Relations, Library and Information Science, Philosophy, Physical Education, Sanskrit, Social Science) ইত্যাদি অনেক যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) দিচ্ছে P. hD করার সুযোগ। আবেদন করতে গেলে কী কী দরকার আসুন জেনে নিই।

আবশ্যিক যোগ্যতা:

আবেদনে ইচ্ছুক প্রার্থীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর (Masters) যোগ্যতা থাকা দরকার।

নিয়োগ পদ্ধতি:

প্রার্থীদের এই সুযোগ পেতে গেলে উত্তীর্ণ হতে হবে লিখিত পরীক্ষাতে(Written Exam)।

কোন বিভাগে কতগুলি আসন রয়েছে?

সাধারণ এবং সংরক্ষিত বিভাগ মিলিয়ে কতগুলি আসন রয়েছে দেখে নিন।
১) বাংলা বিভাগ(Bengali): ১৬টি
২) কমপারেটিভ লিটারেচার বিভাগ(Comparative Literature): ৮টি
৩) অর্থনীতি বিভাগ(Economics): ১৭টি
৪) এডুকেশন বিভাগ(Education): ২০টি
৫) ইংরেজি বিভাগ(English): ৬টি
৬) ফিল্ম স্টাডিজ বিভাগ(Film Studies): ৬টি
৭) ইতিহাস বিভাগ(History): ২টি
৮) ইন্টারন্যাশনাল রিলেশনস বিভাগ(International Relations): ১৭টি
৯) লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগ(Library and Information Science): ৪টি
১০) ফিলোজফি বিভাগ(Philosophy): ১১টি
১১) ফিজিক্যাল এডুকেশন বিভাগ(Physical Education): ৯টি
১২) সংস্কৃত বিভাগ(Sanskrit): ১৩টি
১৩) সমাজবিজ্ঞান বিভাগ(Social Science): ৫টি

আবেদন প্রক্রিয়া:

  • i) আবেদন করা যাবে অনলাইনে(Online)।
  • ii) আবেদনে ইচ্ছুক প্রার্থীকে প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (Official Website of Jadavpur University) যেতে হবে।
  • iii) Homepage এ গিয়ে বিজ্ঞপ্তিতে গিয়ে তথ্য অনুসারে আবেদন করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন:

আগামী ১০ই জুলাই

বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানাতে এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি (Important Document) জমা দিতে হবে।

এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি (Official Website) দেখতে পারেন।

Important Links
Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular