আপনার শিক্ষাগত যোগ্যতা কি মাধ্যমিক পাশ? কাজের সুযোগ খুঁজছেন? তাহলে এবার সেই সুযোগ নিয়ে এলো আপনার কাছে ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্প মন্ত্রকের কলকাতা টুল রুম। সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। জেনে নিন বিস্তারিত। সংস্থার তরফে করানো হবে।
এই কোর্সে টুল অ্যান্ড ডাই মেকিং এর ওপরে চার বছরের সম্পূর্ণ কোর্স ও মেকাট্রনিক্স এবং মেকানিক্যালে তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করানো হবে। প্রয়োজনীয় যোগ্যতা সহ অন্যান্য সমস্ত বিষয়ে জেনে নিন বিস্তারিত।
প্রয়োজনীয় যোগ্যতা:
মাধ্যমিক বা সমতুল কোনো পরীক্ষায় ৫০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন এমন প্রার্থীরাই শুধু সুযোগ পাবেন এই কোর্সে।
আবেদন পদ্ধতি:
আবেদন করার জন্য অনলাইনে আবেদন পূরণ করতে হবে। এর জন্য প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে থাকা কিউআর কোড স্ক্যান করে ফর্মটি পূরণ করে নিতে হবে।
ভর্তির পরীক্ষার তারিখ:
আগামী ৮ জুন নেওয়া হবে প্রবেশিকা পরীক্ষা।
মেধা তালিকা প্রকাশের তারিখ:
আগামী ১২ জুন মেধাতালিকা প্রকাশ করা হবে।
আবেদনের শেষ তারিখ:
আগামী ৬ জুন পর্যন্ত আবেদন করা যাবে।
বিস্তারিত আরো তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেখতে পারেন।
Official Website Link: