HomeJob updatesস্নাতক ডিগ্রি অর্জনকারীদের জন্য চাকরির সুযোগ, বিস্তারিত জেনে নিন।

স্নাতক ডিগ্রি অর্জনকারীদের জন্য চাকরির সুযোগ, বিস্তারিত জেনে নিন।

Institute of Banking Personal Selection অথবা IBPS এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো সম্প্রতি এই বৃহস্পতিবার। আবেদন পদ্ধতি শীঘ্রই শুরু করার কথা বলা হয়েছিল এই বিজ্ঞপ্তিতে যা গত বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গেছে। আবেদন পদ্ধতি সহ সকল বিষয়ে জেনে নিন বিস্তারিত।

কি এই আইবিপিএস?
IBPS সমস্ত দেশে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) বাদে বাকি সমস্ত সরকারি ব্যাঙ্কে বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করে। এ বছর ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of Baroda, Bank of India, Bank of Maharashtra, Canara Bank, Central Bank of India, Indian Bank, Indian Overseas Bank, Punjab National Bank, Punjab and Sind Bank, UCO Bank and Union Bank of India) এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে।

পদের নাম:

Probationary Officer(PO)/ Management Trainee

শূন্যপদের সংখ্যা:

মোট শূন্যপদের সংখ্যা ৪,৪৫৫

বয়সসীমা:

প্রার্থীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:

প্রার্থীকে যেকোনো কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতকোত্তীর্ণ (Honours Degree)। হতে হবে।
এ ছাড়া অন্যান্য যোগ্যতার বিষয়ে জানতে হলে বিজ্ঞপ্তিটি দেখুন।

নিয়োগ প্রক্রিয়া:

Preliminary এবং Mains পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের।

পরীক্ষাগুলো হবে অনলাইনে। উভয় পরীক্ষাতেই ছোট এবং বড় প্রশ্ন থাকবে।

আবেদন পদ্ধতি:

প্রার্থীদের অবশ্যই নিজের প্রয়োজনীয় তথ্য সমেত আবেদন করতে হবে ওয়েবসাইটে গিয়ে।

আবেদন ফি:

i) Unreserved Category: ৮৫০/- টাকা
ii) Reserved Category: ১৭৫/- টাকা

আবেদনের শেষ তারিখ:

অনলাইনে আবেদনের শেষ দিন ২১ অগস্ট।

পরীক্ষার তারিখ:

পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়নি তবে Preliminary পরীক্ষা হতে পারে আগামী অক্টোবর মাসে এবং এর ফল ঘোষণার পরে Mains পরীক্ষা হতে পারে আগামী নভেম্বর মাসে যার ফল ঘোষণার কথা আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে।

অন্যান্য তথ্য জানতে হলে দেখে নিন ওয়েবসাইটে গিয়ে।

Official Website Link:
https://www.ibps.in/

-Written by Riya Ghosh

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular