আপনার কি নার্সিং ট্রেনিং (Nursing Training) করা আছে? চাকরী খুঁজছেন? তাহলে আপনার জন্য দারুণ সুযোগ আনলো স্বাস্থ্য দপ্তর (Health Department)। সম্প্রতি এক বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্মী নিয়োগের ইঙ্গিত দিয়েছে স্বাস্থ্য দপ্তর। শূন্যপদের সংখ্যা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
পদের নাম:
Community Health Assistant
শূন্যপদের সংখ্যা:
395 টি(অসংরক্ষিত 218, তফশিলি জাতি (SC) 87, তফশিলি উপজাতি (ST) 24, অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC) 66)।
আবেদনের জন্য যোগ্যতা:
i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের Indian Nursing Council এর স্বীকৃত যে কোনও প্রতিষ্ঠানের ENM বা GNM-র ডিগ্রি থাকতে হবে এবং প্রার্থীর নাম পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে (West Bengal Nursing Council) নথিভুক্ত থাকতে হবে।
ii) এছাড়া প্রার্থীকে বাংলা ভাষাতে দক্ষ হতে হবে ।
বয়সসীমা:
প্রার্থীর বয়স 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম:
নিযুক্ত প্রার্থী প্রতি মাসে বেতন বাবদ পাবেন 13,000 টাকা এবং বেশকিছু সুযোগ সুবিধা।
আবেদন পদ্ধতি:
i) অনলাইন পদ্ধতিতেই হবে আবেদন।
ii) আবেদনের জন্য প্রার্থীদের রাজ্যের স্বাস্থ্য দফতরের অফিশিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা মোতাবেক আবেদন করতে হবে।
iii) আবেদন শেষ করে প্রার্থীর যাবতীয় নথির স্ক্যান কপি আপলোড করতে হবে ও দিতে হবে আবেদনের ফি। সবশেষে সাবমিট করতে হবে।
আবেদন ফি:
i) সংরক্ষিত শ্রেণী (SC, ST): 50 টাকা।
ii) অসংরক্ষিত শ্রেণী: 100 টাকা।
আবেদনের শেষ তারিখ:
আগামী 5 জুলাই পর্যন্ত চলবে আবেদন।
Important Link:
Official Website Link:
https://www.wbhealth.gov.in/
আরো বিস্তারিত জানতে স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।