পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে Jalpaiguri Heath Recruitment 2023 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মোট 42 টি শূন্যপদে স্টাফ নার্স, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, মেডিকেল অফিসার, মাল্টি রিহেবিলিটেশন ওয়ার্কার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, মাল্টি টাস্কিং স্টাফ, কাউন্সিলর ইত্যাদি পদে নিয়োগ করা হবে।
Jalpaiguri DHFWS Recruitment 2023 -এ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফলাইনে কোনোভাবেই আবেদন করা যাবে না। সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। নীচে অনলাইনে আবেদন করার অফিশিয়াল লিঙ্ক দেওয়া হয়েছে।
DHFWS Jalpaiguri Recruitment 2023 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম-
- Block Public Health Manager
- Medical Officer
- Staff Nurse
- Multi Rehabilitation Worker
- Laboratory Technician
- Community Health Assistant
- Multi Tasking Staff
- Counsellor
মোট শূন্যপদ-
- সবমিলিয়ে মোট 42 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
মাসিক বেতন-
- Health Manager- 35,000/- টাকা
- Medical Officer- 60,000/- টাকা
- Staff Nurse- 25,000/- টাকা
- MRW- 18,000/- টাকা
- Lab. Technician- 22,000/- টাকা
- CHA- 13,000/- টাকা
- MTS- দিন প্রতি 500/- টাকা
- Counsellor- 20,000/- টাকা
আবেদন শুরু- 10/02/2023
আবেদন শেষ- 24/02/2023
বয়সসীমা-
- Health Manager- 21 বছর থেকে 40 বছর
- Medical Officer- সর্বোচ্চ 62 বছর
- Staff Nurse- 21 বছর থেকে 40 বছর
- MRW- 21 বছর থেকে 40 বছর
- Lab. Technician- 19 বছর থেকে 40 বছর
- CHA- 21 বছর থেকে 40 বছর
- MTS- সর্বোচ্চ 40 বছর
- Counsellor- 21 বছর থেকে 40 বছর
- বয়স হিসাব করতে হবে 01/01/2023 তারিখের ভিত্তিতে।
- সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে।
আবশ্যিক যোগ্যতা-
- Health Manager- এই পদে আবেদনের জন্য জীবন বিজ্ঞানে স্নাতক হতে হবে। ম্যানেজমেন্টে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি/ডিপ্লোমা করা থাকতে হবে। বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।
- Medical Officer- এই পদে আবেদনের জন্য অবশ্যই MBBS পাশ হতে হবে।
- Staff Nurse- আবেদনকারীকে GNM অথবা B.sc নার্সিং কোর্স করা থাকতে হবে।
- MRW- সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক এবং কমপক্ষে 02 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Lab. Technician- সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/ডিপ্লোমা করা থাকতে হবে। কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- CHA- আবেদনকারীর ANM কোর্স করা থাকতে হবে এবং স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।
- MTS- যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে এবং কম্পিউটার কোর্স করা থাকতে হবে। কমপক্ষে 03 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Counsellor- বিজ্ঞান শাখায় স্নাতক হতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। বাংলা ভাষায় দক্ষতা এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।
নিয়োগ পদ্ধতি-
- শিক্ষাগত যোগ্যতা
- কম্পিউটার টেস্ট
- অভিজ্ঞতা
- ইন্টারভিউ
আবেদন মূল্য-
- জেনারেল- 100/- টাকা
- সংরক্ষিত শ্রেণি- 50/- টাকা
আবেদন পদ্ধতি-
- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- নীচের লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
- প্রথমে নিজের নাম রেজিস্ট্রার করতে হবে।
- এরপর নির্ভুলভাবে ফর্ম পূরণ করতে হবে।
- নিম্নে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে।
- সবশেষে আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
- অনলাইনে আবেদন করার শেষ তারিখ 24/02/2023
প্রয়োজনীয় ডকুমেন্টস(নথিপত্র)-
- বয়সের প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- কম্পিউটার সার্টিফিকেট
- জাতিগত শংসাপত্র
- বসবাসের প্রমাণপত্র
- অভিজ্ঞতার শংসাপত্র
- নিজের সই করা ছবি
- অন্যান নথিপত্র
Important Links
Official Notification: Download Now
Apply Online: Click Here
Official Website: Click Here