চলতি বছর থেকেই উচ্চ মাধ্যমিকের সিলেবাসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(AI) এবং ডাটা সায়েন্স(Data Science) বিষয়গুলি যুক্ত হচ্ছে। বর্তমানে প্রযুক্তির উন্নতির সাথে সাথে এই বিষয়গুলির গুরুত্ব বেড়ে চলেছে। বিভিন্ন মহলে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে চলছে তুমুল চর্চা। গুগল মাইক্রোসফট এর মধ্যে কোম্পানিগুলি বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এক রেসে অংশ নিয়েছে। আগামী দিনে চাকরির ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের(Artificial Intelligence)। সেজন্য শিক্ষা মহল এখন থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে এই বিষয়গুলি সম্পর্কে সুস্পষ্ট ধারণা গড়ে দিতে চাইছে। তার জন্যই সিলেবাস এর মধ্যে এই বিষয়গুলির অন্তর্ভুক্তি হচ্ছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়(Jadavpur University) পক্ষ থেকে ছাত্রছাত্রীকেদেরকে এই বিশেষ কোর্সে পড়ার সুযোগ দেওয়া হচ্ছে। এই কোর্সের মধ্যে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা সায়েন্স। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মাইক্রোপ্রসেসর এপ্লিকেশন ফর ট্রেনিং এডুকেশন এন্ড রিসার্চ এর তরফে ছাত্রছাত্রীদেরকে এই কোর্স করানো হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা সায়েন্স ছাড়াও পাইথন প্রোগ্রামিং, মেশিন লার্নিং, অ্যাপ্লিকেশন সহ আরো বিভিন্ন বিষয়ে কোর্স করানো হবে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। জেনে নিন এই কোর্সের ব্যাপারে বিশদে।
কারা আবেদন করতে পারবেন?
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ উত্তীর্ণ শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
কতদিন ক্লাস হবে?
এই কোর্সের মেয়াদ রাখা হয়েছে ছয় মাস তারপরেই শিক্ষার্থীরা সার্টিফিকেট হাতে পাবেন।
সপ্তাহে কতদিন ক্লাস হবে?
প্রতি সপ্তাহে দুদিন ক্লাস হবে।
কখন ক্লাস হবে?
শুক্রবার সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাড়ে আটটা এবং শনিবার সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত ক্লাস হবে।
কোর্সে ভর্তির জন্য কত টাকা লাগবে?
এই কোর্সে ভর্তির জন্য কুড়ি হাজার টাকা দিতে হবে।
কবে থেকে ক্লাস শুরু হবে?
আগামী 16 জুন তারিখ থেকে ক্লাস শুরু হবে।
কিভাবে ভর্তি হতে হবে?
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। তারপর বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।