HomeJob updatesকলকাতার ভাষাতত্ত্ব গবেষণা কেন্দ্রে কাজের সুযোগ, জানুন বিস্তারিত।

কলকাতার ভাষাতত্ত্ব গবেষণা কেন্দ্রে কাজের সুযোগ, জানুন বিস্তারিত।

ভাষাতত্ত্ব (Linguistics) নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক? পরবর্তীকালে এই বিষয়ে গবেষণা (Research) করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ এবার কলকাতার Indian Statistical Institute বা ISI তে ভাষাতত্ত্ব নিয়ে গবেষণার কাজে নিয়োগ (Recruitment) করা হবে। সম্প্রতি এই বিষয়ে জানিয়ে প্রতিষ্ঠানের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি(Notification)। আপনি যদি আগ্রহী থেকে থাকেন তাহলে তাড়াতাড়ি আবেদন করুন। আজকের এই প্রতিবেদনে রইলো সমস্ত খুঁটিনাটি বিষয়।

পদের নাম:

Project Linked Person

শূন্যপদের সংখ্যা:

১টি।

বয়সসীমা:

  • i) আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে।
  • ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন।

মাসিক বেতন:

নিযুক্তদের মাসিক বেতনের অঙ্ক হবে ২৫,০০০-৩০,০০০ টাকার মধ্যে।

প্রকল্পটির নাম:

Bengali Wordnet Augmentation and Upgradation (2021-2024)

কাজের মেয়াদ:

  • i) প্রাথমিক ভাবে এই পদে নিয়োগ করা হবে আগামী বছরের ৩১ মার্চ অবধি।
  • ii) পরবর্তীকালে প্রার্থীর কাজের ওপর নির্ভর করে কাজের মেয়াদ বৃদ্ধি পেতে পারে।

আবশ্যিক যোগ্যতা:

  • i) ইচ্ছুক আবেদনকারীর Linguistic/Applied Linguistic/ অন্যান্য সম্পর্কিত বিষয়ে MA First Class থাকতে হবে।
  • ii) এছাড়াও সঙ্গে বাংলা ভাষার নানা দিকের দক্ষতা এবং Digital Lexicography এবং Digital Humanities এ গবেষণা অভিজ্ঞতা থাকতে হবে।
  • iii) এছাড়া বাকি সমস্ত দক্ষতা (Capabilities) জানার জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিটি পড়ুন।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীদের কভার লেটার(Cover Letter)-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে (Mail ID) পাঠিয়ে আবেদন জানাতে হবে।

আবেদন শেষ তারিখ:

আগামী ৩১শে জুলাই

ইন্টারভিউয়ের তারিখ:

বেছে নেওয়া প্রার্থীদের ইন্টারভিউয়ের (Interview) দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে।

Important Links:

Official Website: Click Here

এই বিষয়ে বিস্তারিত জানতে হলে প্রতিষ্ঠানের ওয়েবসাইট (Website) দেখুন।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular