কেন্দ্রীয় সরকারের অধীনে ঝাড়খণ্ডের ISI অর্থাৎ ndian Statistical Institute এর তরফে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে কর্মী নিয়োগের (Employee Recruitment) কথা জানানো হয়েছে। চুক্তিভিত্তিক এই কাজের জন্য যেকোনো ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে। (ISI Recruitment 2023)
পদের নাম:
General Physician
বয়সসীমা:
আবেদনকারীর বয়স ৫৫ বছরের কম হতে হবে।
আবশ্যিক যোগ্যতা:
i) প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Medicine বিষয়ে Masters Degree অর্জন করে থাকতে হবে।
ii) প্রার্থীর নুন্যতম তিন বছরের পূর্ব অভিজ্ঞতা (Past Experience) থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে।
আরো বিস্তারিত জানতে হলে বিজ্ঞপ্তিটি পড়ুন।
কাজের সময়সীমা:
প্রথমে প্রার্থীকে এক বছরের জন্য নিয়োগ করা হবে এবং পরে প্রয়োজন অনুযায়ী এই সময়সীমা বৃদ্ধি পেতে পারে।
মাসিক বেতন:
নিযুক্ত ব্যক্তিকে মাসিক ২৬ হাজার টাকা করে বেতন হিসেবে দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
ii) আবেদনের জন্য আবেদনকারীদের প্রথমে Indian Statistical Institute এর Website এ গিয়ে ‘Homepage’ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট (Download and Print Out the Application Form) বের করে প্রার্থীর নিজের সমস্ত তথ্য সমেত আবেদন করতে হবে।
iii) আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরে আবেদনপত্র সহ প্রয়োজনীয় সমস্ত তথ্য পৌঁছে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ:
আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া:
সরাসরি ইন্টারভিউয়ের (Walk in Interview) মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের।
Interview নেওয়ার তারিখ:
আগামী ২৭ সেপ্টেম্বর।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি (Website) দেখতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh