আগামীকাল ২১ আগস্ট, সোমবার। এই দিন পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি অফিস ছুটি(WB Holiday) থাকবে, এমন একটি খবর সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে একটি তথ্য ঘুরে বেড়াচ্ছে, সেটি হল, “আজ রবিবার গণেশ চতুর্থী, আগামী কাল সোমবার (21/08/2023) গণেশ চতুর্থীর অতিরিক্ত দিন হিসাবে ছুটি থাকবে রাজ্যে।” এই দিন, অর্থাৎ সোমবার কি পশ্চিমবঙ্গে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে? সঠিক খবরটি জেনে নিন।
সোশ্যাল মিডিয়ার(Social Media) ভালো দিকগুলির পাশাপাশি অন্যতম একটি খারাপ দিক হলো না জেনে, না বুঝে ভুল খবর ছড়িয়ে দেওয়া। হাতে ফোন থাকায় আমরা মুহূর্তের মধ্যে বিভিন্ন রকম খবর পেয়ে যাই। তবে সেই খবরটি সঠিক কিনা, তা যাচাই করার সুযোগ সবসময় পাওয়া যায় না। সঠিক খবর যাচাই করার জন্য আমাদের বিশ্বস্ত কোন সূত্রকেই ভরসা করতে হয়।
আগামী সোমবার পশ্চিমবঙ্গের সরকারি অফিস, স্কুল, কলেজ এর ছুটি নিয়ে যে খবরটি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, সেটি আদতে ভুয়ো(Fake)। রবিবার যেহেতু গণেশ চতুর্থী, তাই দাবি করা হচ্ছে যে গণেশ চতুর্থী উপলক্ষে আগামী সোমবার অর্থাৎ 21/08/2023 তারিখ পশ্চিমবঙ্গের সরকারি ছুটি থাকবে।
এই বছর গণেশ চতুর্থী(Ganesh Chaturthi 2023) আসলে ১৯ সেপ্টেম্বর। পশ্চিমবঙ্গের কোনরকম ছুটি ঘোষণা করে পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর। সোমবার ছুটি থাকবে কিনা, সেই বিষয়ে কোন বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত দেয়নি নবান্ন বা অর্থ দপ্তর(Finance Department of West Bengal)। তবে সরকারের পক্ষ থেকে যদি কোন রকম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।