Indian Institute of Technology বা IIT Kharagpur এ রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের (Recruitment) সুযোগ। সম্প্রতি এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি (Notification) প্রকাশ করেছে সংস্থার তরফে। আবেদন পদ্ধতি সহ সমস্ত বিষয়ে জানুন বিস্তারিত ।
পদের নাম:
Junior Research Fellowship or JRF
বয়সসীমা:
i) আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) আবেদনকারীরা বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:
i) আবেদনকারীর অবশ্যই যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Bachelor of Technology(BTech)/Master of Engineering(ME)/Master of Science (MSc)/Master of Technology(MTech) ডিগ্রি থাকতে হবে।
ii) এছাড়াও আবেদনকারীকে Graduate Aptitude Test/National Eligibility Test এ উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
কোন বিভাগের তরফে জারি হয়েছে এই বিজ্ঞপ্তি?
প্রতিষ্ঠানের Geology এবং Geophysics Department এর পক্ষ থেকে করা হয়েছে এই বিজ্ঞপ্তি।
এই প্রজেক্টটি স্পন্সর (Project Sponsor) করছে কে?
প্রজেক্টটি স্পন্সর করছে Ministry of Earth Sciences!
আবেদন প্রক্রিয়া:
- i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
- ii) প্রার্থীকে প্রথমে সংস্থার ওয়েবসাইটে (Website) গিয়ে ‘Homepage’ থেকে ‘Jobs’ অপশনে যেতে হবে।
- iii) সেখানে গিয়ে ‘Temporary Position’ অপশনে গেলেই প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখা যাবে।
- iv) বিজ্ঞপ্তি থেকেই এবার নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
আবেদনের শেষ তারিখ:
আগামী ২৮ জুলাই।
আরো বিস্তারিত জানতে চাইলে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh