HomeJob updatesকৃষি গবেষণা প্রতিষ্ঠানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ। জেনে নিন...

কৃষি গবেষণা প্রতিষ্ঠানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ। জেনে নিন বিস্তারিত।

কালিম্পং শাখার Indian Agricultural Research Institute এর Research Project এর জন্য কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে এই বিষয়ে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। সরাসরি ইন্টারভিউ (Direct Interview) নেওয়ার মাধ্যমে করা হবে এই নিয়োগ। চুক্তিভিত্তিক এই কাজের জন্য অবশ্যই আপনাকে ভারতের নাগরিক তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে জেনে নিন বিস্তারিত। (IARI Recruitment)

নোটিশ নং:

F/106(DST)/2023-24/37

পদের নাম:

Lab Assistant

শূন্যপদ:

এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

আবশ্যিক যোগ্যতা:

  • i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই বিজ্ঞান বিভাগের কোনো একটি বিষয়ে স্নাতক উত্তীর্ণ (Graduation Passed) হতে হবে।
  • ii) সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে প্রার্থীর পূর্ব অভিজ্ঞতা (Past Experience) আবশ্যক।
  • iii) প্রার্থীকে বাংলা অথবা নেপালি ভাষা (Bengali or Nepali) জানতে হবে।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন:

নিযুক্ত প্রার্থীদের মাসিক 20,000 টাকা করে বেতন হিসেবে দেওয়া হবে।

কাজের মেয়াদ:

এখানে প্রার্থীদের 15 মাসের জন্য নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি:

আলাদা করে আবেদনের প্রয়োজন নেই।

নিয়োগ প্রক্রিয়া:

সরাসরি ইন্টারভিউ (Walk in Interview) নেওয়ার মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের।

বিঃ দ্রঃ: ইন্টারভিউ নেওয়ার দিন প্রার্থীকে নিজের যাবতীয় তথ্য এবং দুই কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে।

ইন্টারভিউয়ের দিন এবং সময়:

আগামী 16/11/2023 তারিখ, ঠিক সকাল 10.00 টা থেকে ইন্টারভিউ নেওয়া হবে।

ইন্টারভিউয়ের ঠিকানা:

Training Hall, ICAR-IARI Regional Station, Kalimpong, West Bengal

নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular