HomeNewsছুটি হয়েও হলোনা স্বাধীনতা দিবসের, মাথায় হাত সরকারি কর্মচারীদের!

ছুটি হয়েও হলোনা স্বাধীনতা দিবসের, মাথায় হাত সরকারি কর্মচারীদের!

আগামী ১৫ আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস আর স্বাধীনতা দিবস মানেই সমস্ত স্কুল, কলেজ, অফিস, আদালত এ ছুটি থাকবে সেটাই জানি আমরা। হ্যাঁ, স্বাধীনতা দিবস পালন অবশ্যই করা হয় শিক্ষাপ্রতিষ্ঠানে কিন্তু এবার এই নিয়ম জারি হতে চলেছে সরকারি অফিসের কর্মচারীদের জন্যও। তাই শুনে মাথায় হাত পড়েছে সরকারি কর্মচারীদের।

কেন্দ্রীয় সরকারের তরফে তার সব উচ্চপদস্থ আধিকারিকদের এবং কর্মীদের বাধ্যতামূলক ভাবে লালকেল্লায় উপস্থিত থাকতে নির্দেশিকা জারি করেছেন ক্যাবিনেট সচিব রাজীব গাউবা। এই মর্মে সরকারি আধিকারিকদের পাঠানো হয়েছে চিঠি। চিঠিতে কড়া ভাষায় স্পষ্ট ভাবে লেখা আছে যে, আমন্ত্রিত যেসকল কর্মীরা এইদিন অনুষ্ঠানে অনুপস্থিত থাকবেন, তাঁদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে।

চিঠি অনুযায়ী জানা গেছে যে বিগত বছরগুলিতে অনেক কর্মচারীরা আমন্ত্রিত থাকলেও তাঁরা অনুপস্থিত থাকেন, বাড়িতে ছুটি কাটান এই দিনে। কোনোভাবেই তাঁরা অনুষ্ঠানে যোগ দিতে চান না। যা একদমই কাম্য নয় কারণ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়া কর্মীদের কর্তব্য ও দায়িত্বের মধ্যে পড়ে। তার জন্যই এই কড়া সিদ্ধান্ত।

যদিও মন খারাপ করার কিছু নেই কারণ এই আগস্ট মাসে আরো অনেক ছুটিই পাবেন সরকারি কর্মচারীরা। রাখি পূর্ণিমা ও জন্মাষ্টমী উপলক্ষ্যে ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular