গত ১ মার্চ থেকে বদলে গেল বেশ কিছু নিয়ম। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা, গ্যাসের দাম, লোন,ইএমআই ইত্যাদি বিষয়ে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। এছাড়াও সামনে আধার প্যান সংযোগ নিয়েও ডেডলাইন পার হতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন হলো এবং বুঝে নিন আপনার জীবনে কোন রকম সমস্যা হতে পারে কি না এই পরিবর্তনগুলির কারণে।
DA বৃদ্ধি:
১ লাফে প্রায় ৪% বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা 38% হারে মহার্ঘ ভাতা পান। ৪ শতাংশ বৃদ্ধির কথা ছিল গত ১ জানুয়ারি, তবে সেই বৃদ্ধি এখনো পর্যন্ত হয়নি। তবে সামনেই কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। গত ১ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে একটি বৈঠক হয়েছিল, সেখানে মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা হয়েছিল। খুব সম্প্রতি সরকারি কর্মচারীরা সুখবর পেতে পারেন।
লোন, ইএমআই:
লোন এবং ইএমআই এর ক্ষেত্রে বদল আসতে পারে এই মাস থেকে। সম্প্রতি রিজার্ভ ব্যাংক রিপোর্টের বৃদ্ধি করেছে। বিভিন্ন ব্যাংক গুলি তাদের এমসিএলআর রেট বাড়িয়ে দিয়েছে। এই কারণগুলির প্রভাব পড়বে সরকারি লোন এবং ইএমআই তে। এই কারণগুলোর ফলে লোনের ওপর সুদের পরিমাণ আরো বাড়বে এবং যে সমস্ত মানুষেরা ইএমআই বহন করেন, তাদের EMI এর পরিমাণ আরো বাড়তে পারে।
রাজ্যের DA বৃদ্ধি:
১ মার্চ থেকে বেড়ে গেল রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowence Hike)। রাজ্যের যেকোন সরকারি কর্মী, শিক্ষক, অশিক্ষক কর্মী, পেনশনার্স সকলের ক্ষেত্রে মহার্ঘভাতা ৩ শতাংশ বাড়ানো হয়েছে। এবার থেকে সরকারি কর্মচারীরা বেসিক ইনকামের ওপর 6 শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।
সিলিন্ডারের দাম বৃদ্ধি:
লিকুইড পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গেল মার্চ মাস থেকে। ১৪.২ কেজি ঘরোয়া রান্নার গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা। কলকাতায় ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম হল ১১২৯ টাকা। ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো ৩৫২ টাকা। এই নিয়ে ১৯ কিলো গ্যাস সিলিন্ডার অর্থাৎ বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হলো ২২২১.৫০ টাকা।
প্যান আধার লিংক:
হাতে শুধুমাত্র এই মার্চ মাস। তারপরেই নিষ্ক্রিয় হয়ে যাবে আপনার প্যান কার্ড। যারা এখনো পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করেননি,তাদের প্যান কার্ড আর এক মাস পরেই পরেই বাতিল হতে চলেছে। আয়কর দপ্তরের তরফ থেকে বহুদিন ধরেই প্যান কার্ড এবং আধার কার্ড সংযোগ করার কথা বলা হচ্ছে তবে বেশিরভাগ মানুষের অনিহার কারণে এবার থেকে পেনাল্টির মাধ্যমে লিংক প্রক্রিয়া শুরু হয়েছে। যারা এখনো পর্যন্ত লিংক করেননি, তাদের হাতে আর পুরোপুরি একমাসও নেই। তার পরেই নিষ্ক্রিয় হয়ে যাবে তাদের প্যান কার্ড।