HomeEducation NewsIIT খড়্গপুরে বয়ঃসন্ধিকালের স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে নতুন কোর্স চালু। জেনে নিন...

IIT খড়্গপুরে বয়ঃসন্ধিকালের স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে নতুন কোর্স চালু। জেনে নিন বিস্তারিত।

একটি শিশুর ছোট থেকে বড় হওয়ার একটি গুরুত্বপূর্ণ স্তর হলো বয়ঃসন্ধিকাল(Puberty)। কিশোর কিশোরী অবস্থায় এই স্তরের আগমন ঘটে। এই অবস্থায় একটি শিশুকে অনেক ঝড় ঝাপটার মধ্যে দিয়ে যেতে হয়। এই অবস্থায় কিশোর কিশোরীদের মনের মধ্যে অনেক অজানা প্রশ্ন জাগে। জেদি হওয়া থেকে শুরু করে আরো অনেক পরিবর্তন (Changes)দেখা যায়।

তরুণ (Young) অবস্থায় পৌঁছনোর আগে জীবনে বেড়ে ওঠার এই স্তরটির প্রভাব পরে যা অনেকেরই অজানা এবং বড়রাও ভুল আচরণ (Wrong Behaviour) করে ফেলেন এই স্তরের মধ্যে দিয়ে চলা কিশোর কিশোরীদের সঙ্গে। বর্তমানে যুগের বিবর্তনের জন্য এসেছে আরো পরিবর্তন এই স্তরে। তাই কোন কোন বিষয়ের খেয়াল রাখা প্রয়োজন তা জেনে নেওয়া জরুরী।

এই বিষয়টির দায়িত্ত্ব এবার নিয়েছেন IIT Kharagpur এর অধ্যাপক সুমনা সামন্ত এবং অধ্যাপক পরমেশ্বর সৎপতি(Professor Sumana Samanta and Professor Parameshwar Satpoti)।জেনে নেওয়া যাক এই কোর্সের বিষয়ে সমস্ত খুঁটিনাটি।

কোর্সের নাম:

বয়ঃসন্ধিকালের (Puberty) স্বাস্থ্য এবং সুস্থতা: একটি সর্বজনীন পদ্ধতি

শিক্ষাগত যোগ্যতা:

ইচ্ছুক শিক্ষার্থীকে স্নাতকোত্তর (Master’s) উত্তীর্ণ হতে হবে।

কারা এই কোর্স করার উপযুক্ত?

i) যেসব পড়ুয়ারা Community Medicine/Nursing/Food Science/Health and Nutrition বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করেছেন তাঁরা এই কোর্সের উপযুক্ত।
ii) এছাড়াও স্বাস্থ্য বিজ্ঞান (Health Science) বা সমতুল্য কোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণ (Graduation Passed) পড়ুয়ারাও আবেদনের যোগ্য।
iii) স্বাস্থ্য, পুষ্টি, মেডিসিন বিভাগে কর্মরত পেশাদার, ফিটনেস কোচ হিসেবে গবেষনারত ব্যক্তিরাও এই কোর্সের জন্য উপযুক্ত।

ক্লাস কোন পদ্ধতিতে নেওয়া হবে?

অনলাইন মোডে (Online Mode) ক্লাস নেওয়া হবে।

ক্লাস শুরু হবে কবে?

ক্লাস শুরু হবে ২১ অগস্ট, ২০২৩ সাল।

ক্লাসের মেয়াদ:

এক মাসে মোট ২০টি ক্লাস নেওয়া হবে।

ক্লাস শেষ হবে কবে?

ক্লাস শেষ হবে ১৫ সেপ্টেম্বর,২০২৩ সাল।

ক্লাস শেষ হবার পরে পরীক্ষা (Exam) কবে নেওয়া হবে?

ক্লাসের শেষে ছাত্রছাত্রীরা কতটা কি শিখতে পারলো তার যাচাই হেতু একটি পরীক্ষা নেওয়া হবে ২৯ অক্টোবর, ২০২৩ সালে।

কোর্সটির ফি:

বিনামূল্যে (Free of Cost) এই কোর্সটি করানো হবে।

পরীক্ষার মূল্য:

১০০০/- টাকা।

নাম নথিভুক্ত (Name Enlisting) করার শেষ দিন:

২১অগস্ট, ২০২৩ সাল।

আরো কিছু তথ্য:

i) পরীক্ষার প্রাপ্তি হিসেবে একটি শংসাপত্র (Certificate) পাবেন শিক্ষার্থীরা।
ii) পরীক্ষায় নুন্যতম ৭৫% নম্বর পেলেই দেওয়া হবে শংসাপত্র(Certificate)।
iii) শংসাপত্র দেওয়া হবে অনলাইনেই(Certificate will be Distributed through Online Mode)।

কোর্সটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে National Programme on Technology Enhanced Learning-এর Swayam পোর্টালটি দেখে নিতে পারেন।

Important Link:
Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular