যাঁরা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত(Graduation or Masters), তাঁদের জন্য রয়েছে Indian Institute of Technology, Kharagpur এ কাজের সুযোগ। এই কথা জানিয়ে প্রতিষ্ঠানের তরফে একটি বিজ্ঞপ্তি (Notification) প্রকাশিত হয়েছে। আবেদন প্রক্রিয়া সহ সমস্ত তথ্য জেনে নিন বিস্তারিত।
পদের নাম:
Junior Project Assistant-Research
বয়সসীমা:
৩২ বছরের কম বয়সি প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।
শূণ্যপদ:
১ জন।
প্রকল্পের নাম:
Model Development for Storage System Troubleshooting and Workload Characterization
কোন গ্রুপের তরফে অনুদান প্রদান করা হয়েছে?
Advance Technology Group এর তরফে।
কোন বিভাগের তরফে এই প্রকল্পের কাজ শুরু হতে চলেছে?
Computer Science and Engineering Department
কারা আবেদনের যোগ্য?
i) যেসব প্রার্থীর কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে সায়েন্স/ ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজিতে স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাঁরা এই পদের জন্য আবেদনের যোগ্য(Candidates, who are having Bachelor’s or Master’s Degree in Science/ Engineering/ Technology in Computer Science, Information Technology, Electronics and Communication are eligible to apply for this post)।
ii) ডিগ্রিগুলোতে নুন্যতম ৭৫% নম্বর পেতে হবে প্রার্থীকে।
iii) প্রার্থীদের Graduate Aptitude Test অথবা GATE পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে উপরিউক্ত বিষয়ে।
iv) Technology/ Science/ Engineering এ স্নাতকোত্তর ডিগ্রিযুক্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া:
অনলাইনের মাধ্যমে (Through Online) এই পদে প্রার্থীকে নিয়োগ করা হবে।
বেতন:
প্রার্থীর অভিজ্ঞতা এবং মেধার (Work Experience and Merit) ভিত্তিতে ২৮ হাজার টাকা মাসিক বৃত্তি হিসেবে দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া:
প্রার্থীকে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website of the Institution) গিয়ে নিজের জরুরি তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদনের শেষ তারিখ:
১১ জুলাই, ২০২৩
আবেদন ফি:
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
এই সংক্রান্ত আরো অন্যান্য বিষয়ে জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট (Website of the Institution) দেখে নিতে পারেন।
Important Links:
Official Website: Click Here
Official Notification: Download Now
-Written by Riya Ghosh