HomeEducation Newsস্নাতকস্তরে AI, Data Science নিয়ে পড়তে চান? সুযোগ দিচ্ছে IIT Guwahati!

স্নাতকস্তরে AI, Data Science নিয়ে পড়তে চান? সুযোগ দিচ্ছে IIT Guwahati!

বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(Artificial Intelligence) এবং ডাটা সাইন্স (Data Science) নিয়ে পড়ার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডাটা সাইন্স নিয়ে পড়াশোনা করলে বিভিন্ন রকম চাকরি সুযোগ রয়েছে বর্তমানে।

যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হবার পর এই বিষয়গুলি নিয়ে পড়তে ইচ্ছুক, তাদের জন্য সুখবর। এই দু’টি বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, গুয়াহাটি।(IIT Guwahati IIT Guwahati Offering 4-year Online BSc (Hons) Degree In Data Science and Artificial Intelligence)। ছাত্রছাত্রীরা নিজেদের বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে এই কোর্সটি করতে পারবেন।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডাটা সাইন্স নিয়ে ২০২৩ ২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার শর্তাবলী প্রকাশ করা হয়েছে আইআইটি গুয়াহাটির তরফে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডাটা সাইন্স নিয়ে চার বছরের ব্যাচেলর অফ সাইন্স ডিগ্রি পড়ানো হবে আইআইটি গুয়াহাটি তে।

আইআইটি গুয়াহাটিতে ডেটা সাইন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ভর্তির বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

শিক্ষাগত যোগ্যতা:

যেকোনো স্বীকৃতি ইউনিভার্সটি থেকে দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে থাকলে তাদেরকে এই বিষয়গুলি পড়ার অগ্রাধিকার দেওয়া হবে। উচ্চমাধ্যমিক বা সমতুল্য কোন পরীক্ষায় অন্তত ৬০% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং শিক্ষার্থীর অবশ্যই উচ্চ মাধ্যমিক স্তরে অংক বিষয়টি থাকা প্রয়োজন।

শর্তাবলী:

  • ১. মোট চার বছরের পাঠক্রমে এই কোর্সটি পড়ানো হবে।
  • ২. অনলাইনের মাধ্যমেই পড়াশোনা করতে পারবেন শিক্ষার্থীরা।
  • ৩. তিনটি সেমিস্টারের মাধ্যমে বছরের মোট তিনটি পরীক্ষায় বসতে হবে পড়ুয়াদের।
  • ৪. দ্বাদশ উত্তীর্ণ শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য পেশাদারী শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবেন।
  • ৫. মাল্টিপল এন্ট্রি এবং এক্সিট সিস্টেম থাকছে এই কোর্সে।

ভর্তির শর্তাবলি:

  • ১. অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • ২.সমস্ত তথ্য সঠিকভাবে অনলাইনের মাধ্যমে জমা করতে হবে।
  • ৩.যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করেছেন বা নাম নথিভুক্ত রয়েছে, তাদেরকে ভর্তির জন্য অগ্রাধিকার দেওয়া হবে।
  • ৪.ভর্তি প্রক্রিয়া মেধা তালিকার ভিত্তিতে হবে।

আবেদন শেষ:

19/07/2023

এডমিশন এবং কাউন্সেলিং সংক্রান্ত আরো বিষয় বিস্তারিতভাবে জানার জন্য আইআইটি গুয়াহাটির অফিসিয়াল ওয়েবসাইটটি দেখুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular