ICMR অর্থাৎ National Institute of Cholera and Enteric Diseases এ রয়েছে কাজের সুযোগ। বিভিন্ন বিভাগে হবে নিয়োগ। আবেদন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানানো হলো এই প্রতিবেদনে।
১) পদের নাম:
Technical Assistant (Life Science)
শূন্যপদ:
৯টি।
আবশ্যিক যোগ্যতা:
i) আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Zoology/Microbiology/Biochemistry/Virology/Immunology/Biotechnology ইত্যাদি বিষয়ে তিন বছরের স্নাতক ডিগ্রী (Graduation Degree) সম্পন্ন হতে হবে।
ii) সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে প্রার্থীর পূর্ব অভিজ্ঞতা (Past Experience) থাকলে তিনি অগ্রাধিকার পাবেন।
২) পদের নাম:
Technical Assistant (Lab Technology)
শূন্যপদ:
৩টি।
আবশ্যিক যোগ্যতা:
i) আবেদনকারী প্রার্থীর Medical Laboratory Technology তে স্নাতক ডিগ্রি (Graduation Degree) থাকতে হবে।
ii) প্রার্থীর সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা (Past Experience) থাকলে তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে।
৩) পদের নাম:
Technical Assistant (Field Investigator)
শূন্যপদ:
৭টি।
আবশ্যিক যোগ্যতা:
i) আবেদনকারী প্রার্থীর যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Social Work/Sociology/Public Health সম্পর্কিত বিষয়ে তিন বছরের স্নাতক ডিগ্রী (Graduation Degree) থাকতে হবে।
ii) সংশ্লিষ্ট ক্ষেত্রে যদি প্রার্থীর পূর্ব অভিজ্ঞতা (Past Experience) থাকে তাহলে তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে।
৪) পদের নাম:
Technical Assistant (Public Health Nurse)
শূন্যপদ:
৩টি।
আবশ্যিক যোগ্যতা:
i) প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Bachelor of Nursing Course করে থাকতে হবে।
ii) সংশ্লিষ্ট ক্ষেত্রে যদি প্রার্থীর পূর্ব অভিজ্ঞতা (Past Experience) থাকে তাহলে তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে।
৫) পদের নাম:
Technical Assistant ( Veterinary Support)
শূন্যপদ:
২টি।
আবশ্যিক যোগ্যতা:
i) প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Bachelor of Veterinary বিষয় নিয়ে স্নাতক ডিগ্রি (Graduation Degree) প্রাপ্ত হতে হবে।
ii) সংশ্লিষ্ট ক্ষেত্রে যদি প্রার্থীর পূর্ব অভিজ্ঞতা (Past Experience) থাকে তাহলে তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে।
6) পদের নাম:
Technical Assistant (Engineering Support)
শূন্যপদ:
৪টি।
আবশ্যিক যোগ্যতা:
i) প্রার্থীর Technological Engineering এ তিন বছরের স্নাতক কোর্স (Graduation Degree) থাকতে হবে।
ii) প্রার্থীর যদি Technological Engineering এ Diploma করা থাকে এবং সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা (Past Experience) থাকলে তিনি অগ্রাধিকার পাবেন।
বেতনক্রম:
কেন্দ্রীয় সরকারের Level 6 অনুযায়ী 7th CPC Matrix দেওয়া হবে নিযুক্ত কর্মীদের।
আবেদন প্রক্রিয়া:
প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে (Website) গিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্ক থেকে নিয়ম অনুযায়ী আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে।
আবেদন শুরু:
১৮/০৮/২০২৩
এখনো চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা বাকি। সেখানে আরো বিশদে জানানো হবে। তার জন্য ওয়েবসাইটে (Website) চোখ রাখুন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh