রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি ICMR- National Institute for Research in Environmental Health এর পক্ষ থেকে কর্মী নিয়োগের(ICMR Recruitment 2023) একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ভারতের যেকোনো রাজ্যের নাগরিক হলেই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা উপযুক্ত যোগ্যতাসম্পন্ন হলে শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন।
ICMR Vacancy 2023 এ নিয়োগের শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification), বেতন(Salary), বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের তারিখ ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। আপনারা চাইলে অফিসিয়াল নোটিফিকেশনটি(Official Notification) ডাউনলোড করে সমস্ত বিষয়গুলি সম্পর্কে আরো বিশদে জেনে নিতে পারবেন।
পদের নাম-
টেকনিশিয়ান
মাল্টি টাস্কিং স্টাফ
মোট শূন্যপদ-
মোট ২৮ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
টেকনিশিয়ান: ২০ টি
মাল্টি টাস্কিং স্টাফ: ৮ টি
মাসিক বেতন-
- টেকনিশিয়ান: প্রতিমাসে বেতন দেওয়া হবে ১৯৯০০-৬৩২০০ টাকা।
- মাল্টি টাস্কিং স্টাফ: ১৮০০০-৫৬৯০০ টাকা।
আবেদন শেষ-
15/07/2023
বয়সসীমা-
টেকনিশিয়ান পদে সর্বোচ্চ ২৮ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। মাল্টি টাস্কিং স্টাফ পদে বয়সের সর্বোচ্চ সীমা ২৫ বছর।
সরকারি নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
আবশ্যিক যোগ্যতা-
টেকনিশিয়ান: অন্তত ৫৫ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল্য কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অন্তত এক বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে।
MTS: মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই বা হাইস্কুল উত্তীর্ণ হলেই আপনারা আবেদন করতে পারবেন।
আবেদন মূল্য-
অসংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদনমূল্য ৩০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কোনরকম অবদান মূল্য দেওয়ার দরকার নেই।
আবেদন পদ্ধতি-
প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন(Online Recruitment) করতে হবে। অফলাইনে আবেদনের জন্য প্রথমে প্রার্থীকে অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে হবে। নোটিফিকেশনের নিচে থাকা আবেদন পত্রটি প্রিন্ট আউট করে সেটি পূরণ করতে হবে। আবেদনপত্রর সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সংযুক্ত করার পর নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট তারিখের মধ্যে পাঠাতে হবে।
আলাদা আলাদা পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের আলাদা আবেদনপত্র ডাউনলোড করে সেগুলি পৃথকভাবে পূরণ করতে হবে।
Important Links
Official Notification: Click Here
Official Website: Click Here
Application Form: Click Here