HomeJob updates৪৪৫১টি শূন্যপদে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত।

৪৪৫১টি শূন্যপদে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত।

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন (IBPS) -এর মাধ্যমে ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে ৪৪৫১ টি শূন্যপদে কর্মী নিয়োগের(IBPS Recruitment 2023) একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। UCO Bank, Bank of India, Central Bank of India, Punjab National Bank, Bank of Baroda, Canara Bank, Indian Overseas Bank, Union Bank of India, Bank of Maharashtra ইত্যাদি ব্যাংকে কর্মীদের নিয়োগ করা হবে।

ভারতের যেকোনো রাজ্যের নাগরিক হলেই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা উপযুক্ত যোগ্যতাসম্পন্ন হলে শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন।

IBPS Recruitment 2023 তে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification), বেতন(Salary), বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের তারিখ ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। আপনারা চাইলে অফিসিয়াল নোটিফিকেশনটি(Official Notification) ডাউনলোড করে সমস্ত বিষয়গুলি সম্পর্কে আরো বিশদে জেনে নিতে পারবেন।

পদের নাম-

Specialist Officer, Probationary Officers, Management Trainees

মোট শূন্যপদ-

মোট ৪৪৫১ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

আবেদন শেষ-

21/08/2023

বয়সসীমা-

২০ থেকে ৩০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবশ্যিক যোগ্যতা-

যে কোন স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যেকোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি-

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বিভিন্ন ব্যাংকে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য-

অসংরক্ষিত প্রার্থীদের ৮৫০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। অন্যদিকে SC, ST এবং PwD আবেদনকারীদের ১৭৫/- টাকা জমা করতে হবে।

আবেদন পদ্ধতি-

প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন(IBPS Online Recruitment) করতে হবে।

অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে(Official Website) ibpsonline.ibps.in এ ভিজিট করতে হবে। তারপর একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্টার করে নিতে হবে।

এরপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করার পর আবেদন মূল্য জমা করতে হবে।

Important Link:

Official Website: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular