ভারতের মধ্যে অবস্থিত একটি গ্রাম আছে যাকে আইএএস কারখানা বা IAS Factory বলা হয়। এর কারণ কি জানেন? কারণ এখানে বসবাসকারী প্রায় সকলেই IAS Officer বা হবার জন্য প্রস্তুতি নেন। কোন সেই গ্রাম? আসুন জেনে নিই।
আমরা জানি যে UPSC পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হলে তবেই আইএএস(IAS) এবং আইপিএস(IPS ) হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কিন্তু মুখের কথা নয়। এর জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম এবং অধ্যাবস্যার। তবে ভারতের বহু গ্রামের সন্তানেরা আইপিএস এবং আইপিএস হয়ে দেখিয়ে দিয়েছেন।
গ্রামে সঠিক পরিষেবা না থাকায় অনেকেই ঝোঁকেন শহরের পরিষেবার প্রতি। বহু পরীক্ষার্থী গ্রাম ছেড়ে শহরে এসে পড়াশোনা করেন। তবে আপনি জেনে অবাক হবেন যে ভারতবর্ষে এমন একটি গ্রাম রয়েছে যেখানে এই সমস্ত পরিষেবা না থাকা সত্ত্বেও সবথেকে বেশি আইপিএস এবং আইএএস পাস ছাত্রছাত্রী তৈরি হয়েছেন।
অদ্ভুত ব্যাপার যে এই গ্রামে নেই কোন কোচিং সেন্টার। না আছে কোন বিশেষ সুযোগ সুবিধা। কিন্তু তবুও প্রচুর মেধাবী ছাত্র-ছাত্রী রয়েছে। বিগত ১০০ বছর আগে থেকেই এই গ্রাম অন্য গ্রাম থেকে আলাদাভাবে নিজেদের পরিচিতি তৈরি করে রেখেছে। কোন গ্রামের কথা বলছি বলুন তো? আমরা উত্তরপ্রদেশের মাধোপট্টি গ্রামের কথা বলছি। এই গ্রামকে ভারতের আইএএস কারখানা বলা হয়।
কিন্তু হঠাৎ এই নামকরণ কেনো? কারণ এই গ্রামে রয়েছে এমন একটি পরিবার যার চার ভাইই আইএএস। এই গ্রামে মোট ৭৫টি পরিবার রয়েছে যেখানে আইপিএস এবং আইপিএস পাশ করার জন্য উপযুক্ত পরিকাঠামো নেই। কিন্তু তবুও অদ্ভুত ভাবে এই গ্রাম থেকে ৫১ জন আইপিএস আধিকারিক সারা দেশ জুড়ে বিভিন্ন পদে কাজ করছেন। আর এই কারণে ভারতবর্ষের এই গ্রামকে ভারতের আইএএস কারখানা বলা হয়।