আপনি কি Polymer Chemistry তে Phd ডিগ্রি অর্জন করেছেন? বহুদিন ধরেই চাকরি খুঁজে হয়রান হয়ে পড়েছেন? তাহলে রইলো আপনার জন্য সুখবর। কেন্দ্রীয় সংস্থায় কাজের সুযোগ রয়েছে Polymer Chemistry অর্জন করেছেন এমন প্রার্থীর। হ্যাঁ, সত্যিই। Indian Association for the Cultivation of Science এর কোলকাতা দপ্তরে চুক্তিভিত্তিক পদ্ধতিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সম্প্রতি। আবেদন প্রক্রিয়া সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জেনে নিন। (IACS Kolkata Recruitment 2023)
পদের নাম:
Research Associate
শূন্যপদ:
1টি
আবশ্যিক যোগ্যতা:
i) আবেদনকারী প্রার্থীদের Polymer Chemistry বিষয়ে PhD ডিগ্রীপ্রাপ্ত হতে হবে।
ii) আবেদনকারীর Controlled Polymerization/ Responsive Polymers/Functionalized Polypeptides নিয়ে কাজ করার অভিজ্ঞতা (Experience) থাকলে তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
কোন বিভাগে কোন কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে?
প্রতিষ্ঠানের School of Chemical Science বিভাগের গবেষণা সংক্রান্ত প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দিষ্ট Email ID তে নিজের সমস্ত দরকারি তথ্য (Important Documents) সমেত আবেদনপত্র পাঠাতে হবে।
নিয়োগ প্রক্রিয়া:
উপযুক্ত প্রার্থীদের Direct Interview মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ:
আগামী 5 সেপ্টেম্বর, 2023 পর্যন্ত।
Interview নেওয়ার স্থান:
Indian Association for the Cultivation of Science এর Kolkata Department এ হবে নিয়োগের Interview!
নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিশদ জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট (Website) দেখে নিতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh