হাতে মাত্র আর কয়েকদিন, বড় সুখবর পেতে চলেছেন ভারতের সরকারি কর্মচারীরা এবং পেনশনভোগীরা। এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের(Central Government) তরফে DA বৃদ্ধি নিয়ে কোনরকম ঘোষণা করা হয়নি। তবে আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই বড় সুখবর পেতে পারেন সরকারি কর্মচারীরা(Central Government Employees)। সে ক্ষেত্রে পুজোর আগেই DA নিয়ে বড় সুখবর পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। তবে শুধুমাত্র মহার্ঘভাতা(Dearness Allowance) বৃদ্ধি নয়, তার সাথে বাড়তে চলেছে হাউজ রেন্টাল অ্যালোয়েন্স(House Rental Allowance) বা বাড়ি ভাড়া ভাতা।
চলতি বছরে, বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। জুলাই মাস থেকে অতিরিক্ত হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মচারীরা। মহার্ঘ ভাতা বাড়তে পারে ৩ শতাংশ হারে, সে ক্ষেত্রে এবার থেকে সরকারি কর্মচারীরা ৪৫% হারে মহার্ঘ ভাতা পাবেন। আরো একটি বড় খবর সামনে আসছে। প্রায় 21 হাজার টাকা বেতন বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের। DA, HRA দুটোই বাড়ছে।
২০২১ সালে মহার্ঘ ভাতা ২৫ শতাংশ অতিক্রম করার সাথে সাথে সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা সংশোধন করা হয়েছিল। HRA এর বর্তমান হার 27%, 18% এবং 9%। X, Y এবং Z ক্যাটাগরি শহরের উপর ভিত্তি করে বাড়ি ভাড়া ভাতা দেওয়া হয়। বর্তমানে সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। তাহলে প্রশ্ন আসতেই পারে যে HRA এর পরবর্তী সংশোধন কবে হবে?
ডিপার্টমেন্ট অফ পার্সোনাল এন্ড ট্রেনিং জানিয়েছে যে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়ি-ভাড়া ভাতা সংশোধন করা হয় মহার্ঘ ভাতার ভিত্তিতে। HRA এর বর্তমান হার 27%, 18% এবং 9%। ২০২১ সালের জুলাই মাস থেকে এই বৃদ্ধি প্রযোজ্য হয়েছে। HRA এর পরবর্তী সংশোধন হবে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে। ২০২১ সালের একটি নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা বৃদ্ধির পাশাপাশি HRA বৃদ্ধি করা হবে।
HRA এর পরবর্তী সংশোধন করা হবে ৩ শতাংশ। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা যখন ৫০ শতাংশ হবে, তখনই এই বৃদ্ধি করা হবে। মহার্ঘ ভাতা ৫০ শতাংশ অতিক্রম করলে সরকারি কর্মচারীদের হাউজ রেন্টাল অ্যালোয়েন্স হবে ৩০%, ২০% এবং ১০%। X ক্যাটাগরির শহরের সরকারি কর্মচারীদের HRA বাড়বে ৩ শতাংশ, Y ক্যাটাগরির শহরের সরকারি কর্মচারীদের HRA বাড়বে ২ শতাংশ, Z ক্যাটাগরির শহরের সরকারি কর্মচারীদের HRA বাড়বে ১ শতাংশ।