HomeJob updatesহিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে চাকরির সুযোগ, জেনে নিন বিস্তারিত।

হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে চাকরির সুযোগ, জেনে নিন বিস্তারিত।

কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা Hindustan Petroleum Corporation Limited অর্থাৎ HPCL এর বিভিন্ন পদে কর্মী নিয়োগের কথা জানিয়ে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। সংস্থার বিভিন্ন কাজের গবেষণা এবং উন্নয়নের জন্য নিয়োগ করা হবে পেশাদারদের। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। জেনে নিন আবেদন প্রক্রিয়া সহ বাকি সমস্ত বিষয়ে বিস্তারিত এই প্রতিবেদনের মাধ্যমে। (HPCL Recruitment 2023)

পদের নাম:

i) Deputy General Manager Analitical
ii) Chief Manager/Deputy General Manager (Hydrogen, Solar Energy)
iii) Senior Manager (Analitical,Combustion Research, Bitumen Research, Water Research, Hydrogen, Advanced Technical Services)
iv) Assistant Manager/Manager (Advanced Technical Services, Engines, Corrosion Research, Battery Research, Hydrogen, Combustion Research, Solar Energy)
v) Senior Officer (Bitumen Research, Water Research, Catalyst Scale Up, Petrochemicals and Polymers, Novel Separations, Engines)
এছাড়াও আরও চারটি পদমর্যাদায় নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ:

৩৭টি

বয়সসীমা:

ভিন্ন পদের ক্ষেত্রে ভিন্ন বয়সসীমা দেওয়া হয়েছে। তবে মোটামুটি সমস্ত পদের ক্ষেত্রেই বয়সসীমা ৩০ বছর থেকে ৪৮ বছর।

মাসিক বেতন:

ভিন্ন পদের ক্ষেত্রে নিযুক্তদের মাসিক বেতনক্রমও ভিন্ন। তবে, এর মধ্যে Deputy General Manager পদে নিযুক্ত ব্যক্তিদের মাসিক বেতনক্রম হবে ১,২০,০০০-২,৮০,০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা:

প্রতিটি পদে আবেদনের জন্য রয়েছে ভিন্ন শিক্ষাগত যোগ্যতা। বিস্তারিত জানতে হলে বিজ্ঞপ্তিটি পড়ুন।

আবেদন প্রক্রিয়া:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) আবেদনে আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে (Website) গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে।

আবেদন মূল্য:

i) Unreserved Category: ১,১৮০/- টাকা।
ii) Reserved Category: কোনোরকম আবেদন মূল্য লাগবে না।

আবেদনের শেষ দিন:

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

নিয়োগ প্রক্রিয়া:

বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া আলাদা। তবে মোটামুটি সব ক্ষেত্রেই Computer Based Test, Group Task এবং Personal Interview এর মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের।

বিঃ দ্রঃ: নিয়োগের আগে প্রার্থীদের Medical Test ও নেওয়া হবে।

কাজের সময়সীমা:

প্রাথমিক ভাবে এক বছরের জন্য ‘প্রবেশন’ রাখা হবে নিযুক্তদের। পরে এই সময়সীমা আরো বৃদ্ধি পেতে পারে।

নিয়োগ স্থান:

Bangalore

নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular