হাওড়া জেলার District Health and Family Welfare Department এর তরফে প্রকাশিত হয়েছে বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা হলেই আবেদন করতে পারবেন এই পদগুলির জন্য। আবেদন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে জেনে নিন বিস্তারিত।
পদের নাম:
i) Peer Support (NVHCP)
ii) Staff Nurse under HCP
iii) Staff Nurse under XV FC-HG
iv) Staff Nurse under XV FC-HG
v) Staff Nurse under NUHM
vi) Counsellor under XV FC-HG
vii) Yoga Instructor (Male) under NAM
viii) Yoga Instructor (Female) under NAM
ix) GDA under District AYUSH Setup
x) AYUSH Medical Officer (for Tele Medicine)
xi) Multi-Tasking Staff (for Tele Medicine)
xii) Ophthalmic Assistant under NPCB & VI
শূন্যপদের সংখ্যা:
i) Peer Support (NVHCP):
1টি।
ii) Staff Nurse under HCP:
2টি (UR-01 & SC-01)
iii) Staff Nurse under XV FC-HG:
23টি (ST-02, OBC-A-3, OBC-B-3 & UR-15)
iv) Staff Nurse under XV FC-HG:
7টি (OBC-B-01 & UR-06)
v) Staff Nurse under NUHM:
9টি (ST-02 & SC-07)
vi) Counsellor under XV FC-HG:
1টি।
vii) Yoga Instructor (Male) under NAM:
34টি (ST-02, SC-08, OBCA-03, OBCP UR-18)
viii) Yoga Instructor (Female) under NAM:
34টি (ST-02, SC-08, OBCA-03, OBCP UR-18)
ix) GDA under District AYUSH Setup:
2টি।
x) AYUSH Medical Officer (for Tele Medicine):
1টি।
xi) Multi-Tasking Staff (for Tele Medicine):
1টি।
xii) Ophthalmic Assistant under NPCB & VI:
1টি।
বয়সসীমা:
প্রতিটি পদের ক্ষেত্রে রয়েছে আলাদা বয়সের সীমা। বিস্তারিত জানতে হলে বিজ্ঞপ্তিটি পড়ুন।
মাসিক বেতন:
প্রতিটি পদের জন্য মাসিক বেতন আলাদা।
আবশ্যিক যোগ্যতা:
প্রতিটি পদের ক্ষেত্রে শিক্ষাগত এবং আবশ্যিক যোগ্যতা পৃথক। বিজ্ঞপ্তিটি পড়ুন।
আবেদন প্রক্রিয়া:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) আবেদনের জন্য প্রথমে প্রার্থীকে ওয়েবসাইটে (Website) গিয়ে বিজ্ঞপ্তিতে বলা ফরম্যাট (Format) অনুযায়ী নিজের যাবতীয় তথ্য সমেত আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ:
৩১ অক্টোবর, ২০২৩
নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিটি পড়ুন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh