প্যান কার্ড বর্তমানে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। ব্যাংকিং (Banking) সংক্রান্ত কাজে এবং সরকারী সুযোগ-সুবিধা পেতে প্যান কার্ড প্রায় প্রত্যেকেরই দরকার হয়। অনেক সময় আইডেন্টিটি প্রুফ (Identity Proof) হিসেবে ও প্যান কার্ড ব্যবহার করা হয় বিভিন্ন এক্সাম সেন্টারে। আয়কর সংক্রান্ত যেকোনো কাজে ব্যবহার করা হয় প্যান কার্ড। তাই আশা করি বুঝতেই পারছেন যে প্যান কার্ড কতটা গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট।
বর্তমানে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক (Adhaar Pan link) করা নিয়ে প্রচার তুঙ্গে। আগামী ৩১ শে মার্চের মধ্যে যদি প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা না হয় তবে pan card হতে পারে বাতিল। এমতাবস্থায় যাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা নেই, তারা নিকটস্থ সাইবার ক্যাফগুলিতে ছুটছেন লিংক করানোর জন্য।
তবে আপনার যদি প্যান কার্ড না থেকে থাকে, তবে আর চিন্তা করার কোনো দরকার নেই। কারণ আপনি এবার বাড়ি বসেই প্যান কার্ড বানাতে পারবেন। আরেকটি প্যান কার্ড তৈরি করতে আপনার সর্বোচ্চ ৫ মিনিট সময় লাগতে পারে।
আজকে আপনাদের জানাবো কিভাবে মাত্র ৫ মিনিটের মধ্যেই আপনি বাড়িতে বসে কিভাবে তৈরি করতে পারবেন প্যান কার্ড। এছাড়াও আপনি অন্য কারোর জন্যও প্যান কার্ড তৈরি করে দিতে পারেন বাড়িতে বসেই। অন্য কারো প্যান কার্ড তৈরির মাধ্যমে আপনি উপার্জনও করতে পারবেন। সেক্ষেত্রে এটি একটি ভালো বিজনেস আইডিয়াও হিসেবে আপনি গ্রহণ করতে পারেন।
তাহলে জেনে নিন কিভাবে প্যান কার্ড তৈরি করবেন।
(How To Make Pan Card At Home?)
PAN card এর জন্য আবেদন করতে হলে প্রথমেই আপনাকে এনএসডিএল(NSDL) এর লিঙ্কে যেতে হবে।
লিংক: https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html আপনি সরাসরি এই লিংকের মাধ্যমেও ওয়েবসাইটে ঢুকতে পারেন অথবা অন্য একটি উপায়ও রয়েছে।
গুগলে গিয়ে প্রথমে সার্চ করুন UTITSL, এবং https://www.pan.utiitsl.com/PAN লিঙ্ক ভিজিট করুন।
এবার আপনাকে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড এর মাধ্যমে প্যান কার্ড পাওয়ার প্রক্রিয়াতে এগোতে হবে।
প্যান কার্ড করতে খরচ কত হয়?
যেকোনো ভারতীয় নাগরিকদের জন্য প্যান কার্ড আবেদনের সময় জিএসটি ছাড়া 93 টাকা দিতে হয়। জি এস টি সহ এই মূল্য হয় ১১০ টাকা। যদি কোন বিদেশি নাগরিক প্যান কার্ডের জন্য আবেদন করতে চান, তবে তাদেরকে 864 টাকা দিতে হবে gst ছাড়াই।
অনলাইন বা অফলাইনের মাধ্যমে এই টাকাটি আপনি দিতে পারবেন।
অনলাইনে আবেদন করার পর আপনার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট এর ফটোকপি NSDL বা UTITSL-এর অফিসে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। কুরিয়ার করার প্রায় ১০ দিনের মধ্যেই আপনার বাড়িতে প্যান কার্ড পৌঁছে যাবে।
আপনি নিজের জন্য ছাড়াও অন্যান্যদের জন্যও একই রকম পদ্ধতিতে প্যান কার্ড তৈরি করতে পারবেন। বেশিরভাগ দোকানে প্যান কার্ড তৈরির জন্য ২০০ টাকা ২৫০ টাকা বা ৩০০ টাকা নেওয়া হয়। এক্ষেত্রে অতিরিক্ত ১০০ বা ২০০ টাকা সেই সাইবার ক্যাফের মালিকেরা নিয়ে থাকেন। তবে আপনি যদি বাড়িতেই নিজের জন্য প্যান কার্ড তৈরি করেন, তখন খুব অল্প খরচের মধ্যেই প্যান কার্ড বানিয়ে ফেলতে পারবেন।