বহুদিন আগে থেকেই আয়কর দপ্তর বিজ্ঞপ্তি দিচ্ছে আধার কার্ড এর সাথে প্যান কার্ড লিংক করানোর। বহু মানুষ আছেন, যারা পরে লিংক করবেন ভেবে বিষয়টা বারবার এড়িয়ে গেছেন এবং ততদিনে দেরি হয়ে গেছে অনেক। এবার থেকে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করতে খরচ হচ্ছে ১০০০ টাকা।
আয়কর রিটার্ন দাখিল, Tax জালিয়াতি ইত্যাদি বিষয়ে সুবিধার জন্য আধার-প্যান লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে কেন্দ্র সরকার। Central Board of Direct Taxes জানিয়েছিল ৩১ মার্চ, ২০২৩-এর মধ্যে প্যান কার্ড এর সাথে আধার লিংক না করলে প্যান কার্ড “নিষ্ক্রিয়” হয়ে যাবে।
কীভাবে জানবেন প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা আছে কি না?
(How to Check pan Aadhar link Status?)
আপনার আধার ও প্যান লিংক করা আছে কিনা তা আপনি অনলাইন এবং অফলাইনে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন(Check PAN Aadhar Link Status)। নিচে রইলো তিনটি উপায়।
প্রথম উপায়:
- ১. প্রথমে incometax.gov.in-ওয়েবসাইটে যান।
- ২. ‘লিংক আধার স্ট্যাটাস’ -এ যান।
- ৩. আপনার PAN এবং আধার নম্বর লিখে ‘View link Aadhar Status” অপশনটিতে ক্লিক করুন।
- আপনার PAN আধারের সাথে লিঙ্ক করা থাকলে স্ক্রিনেই তা ভেসে উঠবে।
দ্বিতীয় উপায়:
- ১. https://www.pan.utiitsl.com/panaadhaarlink/forms/pan.html/panaadhaar এই ওয়েবসাইটে ভিজিট করুন।
- ২. আপনার ১০ অঙ্কের PAN নম্বর এবং জন্ম তারিখ লিখুন।
- ৩. এবার Captcha লিখে Submit করুন ।
- স্ট্যাটাস স্ক্রিনে আপনার আধার এবং প্যান কার্ড লিঙ্ক করা আছে কিনা দেখতে পাবেন।
তৃতীয় উপায়:
- ১. ফোনের SMS-এ যান।
- ২. টাইপ করুন UIDPAN
- ৩. এরপর REGISTERED নম্বর থেকে 567678 বা 56161 নম্বরে পাঠিয়ে দিন।
- Income Tax Department এর তরফে আপনি একটি মেসেজ পাবেন। যেখানে লেখা থাকবে – আধার এর সাথে প্যান কার্ড লিংক করা আছে কিনা।
আধার এর সাথে প্যান লিংক করবেন কিভাবে?
(How to link Aadhar and Pan online?)
- ১. Income Tax Department এর অফিশিয়াল ওয়েবসাইটে যান:
- ওয়েবসাইটে: https://www.incometaxindiaefiling.gov.in/
- ২. ‘Quick Link’ সেকশনে গিয়ে ‘Link Aadhar’ অপশনে ক্লিক করুন।
- 3. এবার আপনার PAN নম্বর, আধার নম্বর এবং আপনার নাম লিখুন। নামের বানান আধার কার্ড অনুযায়ী হতে হবে।
- 4. এরপর ক্যাপচা কোড লিখুন। এবং ‘Link Aadhar’ অপশনে ক্লিক করুন।
- এরপর ১০০০ টাকা অনলাইন পে করে এই প্রক্রিয়া শেষ করতে পারবেন আপনি।