বাঙালি মানেই বারো মাসে তেরো পার্বণ। তাই ছুটিও লেগেই থাকে। তবে এই জুলাই মাসে সেইভাবে ছুটির দিন ছিল না তাই ছুটি পান নি সরকারি কর্মচারীরা। আগামী মাসে অর্থাৎ আগস্ট মাসে কিন্তু বেশ কয়েকদিন ছুটি পেয়ে যাবেন সরকারি কর্মচারীরা অর্থাৎ ছুটি থাকবে অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানে। আসুন তাহলে দেখে নেওয়া যাক যে ছুটির দিনগুলি কবে পরেছে।
১৫ আগস্ট, রবিবার: স্বাধীনতা দিবস(Independence Day)
১৯ আগস্ট, সোমবার: রাখি পূর্ণিমা( Rakhi Purnima)
২৬ আগস্ট, সোমবার: জন্মাষ্টমী(Janmastami)
এছাড়া সাপ্তাহিক ছুটি তো থাকবেই শনি ও রবিবারে। একটু ভালো করে প্ল্যান করলে তিন চারদিনের ছুটিতে ছোট্ট ফ্যামিলি ট্যুর (Family Tour) বা সোলো ট্রিপ (Solo Trip) করে ঘুরে আসতেই পারেন। টানা ছুটি যদিও থাকছে না। তাতে কি? প্ল্যান করলেই ভালো মতো ছুটি কাটানো সম্ভব হবেই। তাহলে কি? খুশি তো? আর দেরি না করে তাহলে করে ফেলুন প্ল্যানিং যাতে পরে সমস্যা নাহয় প্ল্যানিংয়ে।
তবে হ্যাঁ, উপরোক্ত ছুটি ছাড়াও সরকার চাইলে কোনো কারণবশত ছুটি ঘোষণা করতে পারেন অন্য কোনো দিনও।
-Written by Riya Ghosh