HomeJob updatesরাজ্যের সমাজকল্যাণ বিভাগে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত।

রাজ্যের সমাজকল্যাণ বিভাগে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত।

West Bengal Social Welfare এর তরফে Children Home for Girls, উত্তরপাড়া, হুগলিতে (Uttarpara, Hooghly) বিভিন্ন বিভাগে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নিতে পড়ুন প্রতিবেদনটি।

নোটিশ নং:

570 /SW-Hug

নোটিশ প্রকাশ:

24/07/2023

1) পদের নাম:

Cook

শূন্যপদ:

1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

i) আবেদনে ইচ্ছুক প্রার্থী মাধ্যমিক পাশ (Secondary Level Passed) হয়ে থাকলেই আবেদন করতে পারবেন।
ii) আবেদনকারী প্রার্থীকে অবশ্যই মহিলা (Female) হতে হবে।
iii) প্রার্থীর অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা (Experience) থাকতে হবে।

বয়সসীমা:

সর্বোচ্চ 40 বছর বয়স অবধি প্রার্থীরা এই পদের জন্য আবেদনের যোগ্য।

বেতনক্রম:

নিযুক্ত প্রার্থী প্রতি মাসে 12,000 টাকা করে বেতন হিসেবে পাবেন।

2. পদের নাম:

Officer in Charge at Children Home

শূন্যপদ:

1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই মহিলা (Female) হতে হবে।
ii) প্রার্থীকে অবশ্যই LLB Degree/Psychology/Social Work/ Social Science বিষয়ে Masters Degree অর্জন করে থাকতে হবে।
iii) এছাড়াও প্রার্থীর Child Welfare এ নূন্যতম 3 বছরের কাজের অভিজ্ঞতা (Experience) থাকতে হবে।
iv) যদি প্রার্থীর Computer Application এ দক্ষতা থাকে, তাহলে তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স অবশ্যই 27 থেকে 42 বছরের মধ্যে হতে হবে।

বেতনক্রম:

এই পদে নিযুক্ত প্রার্থীরা মাসিক 33100 টাকা বেতন হিসেবে পাবেন।

3) পদের নাম:

Clerk cum Compounder

শূন্যপদ:

1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

i) আবেদনে ইচ্ছুক প্রার্থী শুধুমাত্র মাধ্যমিক পাশ (Secondary Level Passed) এবং Registered Pharmasist হয়ে থাকলেই এখানে আবেদন করতে পারবেন।
ii) প্রার্থীর সংশ্লিষ্ট ক্ষেত্রে নুন্যতম 2 বছরের অভিজ্ঞতা (Experience) থাকতে হবে।

বয়সসীমা:

সর্বোচ্চ 37 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম:

নিযুক্ত প্রার্থী প্রতি মাসে 12,000 টাকা করে বেতন হিসেবে পাবেন।

4) পদের নাম:

Karmabandhu

শূন্যপদ:

মোট 4 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

i) আবেদনকারীকে অবশ্যই মহিলা (Female) হতে হবে।
ii) শিক্ষার কোনো মানদন্ড দেওয়া হয়নি তাই কেবলমাত্র শিক্ষিত (Educated) হয়ে থাকলেই এই পদের জন্য আবেদন করা যাবে।

বয়সসীমা:

আবেদনকারী প্রার্থীর বয়স সর্বোচ্চ 37 বছর হতে হবে।

বেতনক্রম:

নিযুক্ত প্রার্থী প্রতি মাসে 3000 টাকা করে বেতন হিসেবে পাবেন।

নিয়োগ প্রক্রিয়া:

i) উপরোক্ত সকল পদের ক্ষেত্রে Written Test, Computer Test এবং Interview এর মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের।
ii) কেবলমাত্র Karmabandhu পদের জন্য কেবলমাত্র Interview এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া:

i) Cook এবং Karmabandhu পদের জন্য আবেদন করা যাবে অফলাইনে(Offline)। কিভাবে তা জেনে নিন:

a) আবেদন করার জন্যে ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download Official Notice) করে নিতে হবে।
b) বিজ্ঞপ্তির 3 নং পাতাতে আবেদনপত্রটি (Application Form) দেখতে পাবেন।
c) সেটি প্রিন্ট (Print) করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ (Form Fillup) করতে হবে।
d) ফর্মের সাথে প্রয়োজনীয় নথি (Important Document) অর্থাৎ পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করতে হবে।
e) এরপর নিজেদের পাসপোর্ট সাইজের ছবি এবং সই (Passport Size Photo and Signature) সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি দিয়ে আসতে হবে নীচের ঠিকানায়।

ii) বাকি পদগুলির আবেদন প্রক্রিয়া হবে অনলাইনে(Online)। কিভাবে তা জানতে বিজ্ঞপ্তিটি পড়ুন।

আবেদন জমা দেওয়ার ঠিকানা:

SDO Office, Serampore, Hooghly

অফলাইন আবেদনে যেসব নথি লাগবে:

  • 1. Colouring Passport Size Photograph
  • 2. Residencial Certificate
  • 3. Date of Birth Certificate
  • 4. Caste Certificate
  • 5. Aadhaar Card

আবেদন শুরু এবং শেষের তারিখ:

i) আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 24 জুলাই।
ii) আগামী 14 অগাস্ট, 2023 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে।

এই নিয়োগের বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে অফিশিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular