চাকরী প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের হলদিয়া শিল্প অঞ্চলের ইন্ডিয়ান ওয়েলের (Indian Oil) পক্ষ থেকে প্রকাশিত হলো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ভারতীয় যে কেউ আবেদন করতে পারবেন। আবেদন করতে পারেন পুরুষ ও মহিলা উভয়েই। আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে।
Employment No.:
PH/R/01/2024
পদের নাম:
i) Junior Engineering Assistant
ii) Junior Quality Control Assistant
মোট শূন্যপদ:
মোট শূন্যপদ ৪০০ টি তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শূন্যপদ ৩০ টি।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীকে Chemical Engineering, Petroleum Engineering, Chemical Technology, Refinery অথবা Petrochemical Engineering এ নূন্যতম ৩ বছরের ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে এবং Physics, Chemistry, Mathematics অথবা Industrial Chemistry বিষয়ে Bsc ডিগ্রীপ্রাপ্ত হতে হবে।
মাসিক বেতন:
পদ অনুযায়ী ২৫,০০০/- টাকা থেকে ১,০৫,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
বয়সসীমা:
আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে।
ii) আবেদনের জন্য প্রার্থীদের যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) এবং অবশ্যই থাকতে হবে একটি বৈধ ইমেইল আইডি ও ফোন নম্বর(Verified Email Id and Phone Number)।
iii) এরপরে লগইন (Login) করে নিজের তথ্য দিয়ে পূরণ করতে হবে আবেদন।
iv) সবশেষে জরুরি তথ্যগুলি স্ক্যান করে আপলোড (Scan and Upload) করতে হবে এবং আবেদন ফি জমা দিয়ে সাবমিট করুন।
নিয়োগ পদ্ধতি:
অনলাইন CBT পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ:
২১ আগস্ট, ২০২৪
Official Website Link:
https://iocl.com
বিস্তারিত জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।
-Written by Riya Ghosh