প্রতিটি রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বেশ কয়েক ধরনের ছুটি(Holiday) উপলব্ধ থাকে। এর মধ্যে থাকে অর্জিত ছুটি, ক্যাজুয়াল ছুটি এবং অর্ধ বেতন ছুটি। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরাও এমন ধরনের ছুটি পেয়ে থাকেন সরকারের কাছ থেকে। এই ছুটিগুলির মধ্যে অর্ধ বেতন ছুটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। জেনে নেওয়া যাক এই অর্ধ বেতন ছুটির(WB Half Pay Leave) সম্পর্কে বিস্তারিত।
একজন সরকারি কর্মচারী এক বছর কাজ সম্পন্ন করার পর ২০ দিনের অর্ধ বেতন ছুটি জমা হয়। প্রত্যেক বছর জানুয়ারি মাসের ১ তারিখে ১০ দিনের অগ্রিম অর্ধ বেতনের ছুটি জমা হয়। আবার বছরের মাঝামাঝি সময় অর্থাৎ ১ জুলাই তারিখে আরও দশটি অর্ধ বেতন ছুটি জমা হয়।
আরো একটি মজাদার বিষয় আছে। সাধারণত এক মাস চাকরির জন্য অর্ধ বেতনের ছুটি থাকে ৫/৩ দিন। কোন সরকারি কর্মচারী যদি ১ জানুয়ারি তারিখে কাজে যোগদান করেন তাহলে তিনি অর্ধ বেতন ছুটির অ্যাকাউন্টে ১০ দিনের ছুটি পাবেন। তবে কোন ব্যক্তি যদি ১ জানুয়ারির পরিবর্তে ২ জানুয়ারি চাকরিতে যোগদান করেন, তবে তিনি মোট ৮ দিনের অর্ধ বেতনের ছুটি পাবেন। হিসাব মতে এই ছুটির পরিমাণ হয় ৮.৩৩ দিন। তবে রাউন্ড অফ করে এই হিসাবটি আট দিন করা হয়।
এই ছুটি জমানোর কোনো নির্দিষ্ট উর্ধ্বসীমা নেই। প্রত্যেক বছরে ২০ দিন হিসাবে যত খুশি অর্ধদিবস ছুটি জমা করতে পারবেন কোন সরকারি কর্মচারী। এই ছুটি নেওয়ার জন্য যে কোন রকম ব্যক্তিগত প্রয়োজন বা মেডিকেল কারণ দেখালেই হয়। অর্ধ বেতন ছুটির(Half Pay Leave Rules) সঙ্গে ক্যাজুয়াল ছুটি ছাড়া অন্য কোন ছুটি নেওয়া যায় না।
অর্ধ বেতন ছুটি নিলে কোন সরকারি কর্মচারী সেই দিন অর্ধেক বেতন পাবেন। আবার যেদিন সেই ব্যক্তি ছুটি নিচ্ছেন তার আগের দিন তিনি যে বেসিক বেতন পেয়েছেন তার অর্ধেক এবং এই অর্ধেক বেতনের ওপর মহার্ঘ ভাতা এবং সম্পূর্ন বাড়ি ভাড়া ভাতা পাবেন।