কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অনেকদিন ধরেই DA বৃদ্ধির জন্য অপেক্ষা করছেন। এর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের Dearness Allowance বা মহার্ঘ্য ভাতা বাড়ানো হয়েছিল বছরের শুরুর হিসাবে। তারপর DA বাড়ানোর কথা ছিল জুলাই এর শুরুতে। তবে কোনরকম আপডেট না আসায় অপেক্ষায় ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।
কবে মহার্ঘ্য ভাতার সংশোধন হবে, মহার্ঘ্য ভাতা( Dearness Allowance) কত শতাংশ বাড়বে এসব নিয়ে সংশয় ছিল সরকারি কর্মচারীদের মনে। তবে সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী সরকারি কর্মচারীদের মনের সংশয় অনেকটাই দুর হতে চলেছে। কিছুদিনের মধ্যেই কেন্দ্রের(Central Government DA) তরফে মহার্ঘ্য ভাতা বৃদ্ধির সুখবর পাবেন সরকারি কর্মীরা।
সূত্রের খবর, কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে প্রকাশিত হয়েছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (All India Consumer Price Index)। AICPI সূচক সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির হার নির্ধারণ করে। জুন মাসে AICPI সূচকের পরিসংখ্যান প্রকাশ করে কেন্দ্র। মে মাসে সূচক ছিল ১৩৪.৭ পয়েন্ট, জুন মাসে ১.৭ পয়েন্টের বৃদ্ধি হয়ে সূচক হয়েছে ১৩৬.৪। মনে করা হচ্ছে যে ৩ শতাংশ হারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়তে পারে। সেক্ষেত্রে কর্মীদের মহার্ঘ্য ভাতা পৌঁছাবে ৪৫% এ।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২% হারে মহার্ঘভাতা পাচ্ছেন। ৩ শতাংশ মহার্ঘ ভাতা বাড়লে কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা এবং পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পাবেন ৪৫ শতাংশ হারে। দেশে বর্তমানে ৪৭.৫৮ লক্ষ সরকারি কর্মী ও ৬৯.৭৬ লক্ষ পেনশনভোগী রয়েছেন। কেন্দ্রের এই সিদ্ধান্তে মুখে হাসি ফুটতে চলেছে বিপুল সংখ্যক মানুষের।