HomeJob updatesমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায়, জানুন বিস্তারিত।

মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায়, জানুন বিস্তারিত।

পশ্চিমবঙ্গের বহু ছাত্রছাত্রীরা রয়েছেন, যারা আর্থিক সমস্যার কারণে খুব তাড়াতাড়ি বিভিন্ন রকম কাজের মধ্যে প্রবেশ করেন। অনেকে আবার উচ্চ শিক্ষা জগতে প্রবেশ করলেও উপার্জন করার একটা তাগিদ থেকে যায় পারিবারিক সমস্যার কারণে। বহু ছাত্র-ছাত্রীরা আছেন যারা মাধ্যমিক পাশ যোগ্যতাতে বিভিন্ন রকম চাকরির (Madhyamik Pass Jobs) খোঁজ করে থাকেন। কিন্তু তারা জানে না, মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায়?

আজকের এই প্রতিবেদনে এমন সাতটি সরকারি চাকরির (Government Jobs 2023) কথা জানানো হবে, যেগুলিতে আপনারা ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতাতেই আবেদন করতে পারবেন। এই সমস্ত চাকরিগুলিই স্থায়ী। কয়েকটি চাকরি রাজ্য সরকারের, আবার কয়েকটি চাকরি কেন্দ্র সরকারের অধীনে। আপনারা চাইলেই উপযুক্ত প্রিপারেশন নিয়ে এই চাকরিগুলিতে আবেদন করতে পারেন।

১. WB GDS Recruitment 2023:

পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে মাধ্যমিক পাশ যোগ্যতাতে আবেদন করার মতো অন্যতম একটি চাকরি হলো পোস্ট অফিসের চাকরি। গ্রামীণ ডাক সেবক (Grameen Dak Sebak) পদে নিয়োগ করা হয় এই চাকরিতে।

শিক্ষাগত যোগ্যতা:

ন্যূনতম মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন।

পদের নাম:

BPM, ABPM/ডাক সেবক।

বয়সসীমা:

18 থেকে 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া:

অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে।

বেতন:

10,000 টাকা থেকে 14500 টাকা।

অফিসিয়াল ওয়েবসাইট:

indiapostgdsonline.gov.in

২. MSCWB Recruitment:

পশ্চিমবঙ্গ মিউনিসিপাল কমিশনে নিয়োগ করা হয় এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে।

পদের নাম:

গ্রুপ-ডি

বয়সসীমা:

18 থেকে 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা:

ন্যূনতম মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া:

অনলাইন বা অফলাইনের এর মাধ্যমে আবেদন করতে হবে।

বেতন:

বেসিক বেতন 18,000 টাকা।

অফিসিয়াল ওয়েবসাইট:

mscwb.org

৩. WBP Constable Recruitment:

পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য এই পরীক্ষাটি নেওয়া হয়।

শিক্ষাগত যোগ্যতা:

ন্যূনতম মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন।

বয়সসীমা:

18 থেকে 30 বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া:

অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে।

বেতন:

22,700 টাকা থেকে 58,500 টাকা।

অফিসিয়াল ওয়েবসাইট:

wbpolice.gov.in

৪. WBPSC Clerkship Recruitment:

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে ক্লার্ক বা কেরানি পদে নিয়োগের জন্য এই পরীক্ষাটি দিতে হয়।

শিক্ষাগত যোগ্যতা:

ন্যূনতম মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন।

পদের নাম:

কেরানি

বয়সসীমা:

18 থেকে 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া:

অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে।

বেতন:

Rs.5,400 টাকা থেকে 25,200 টাকা।

অফিসিয়াল ওয়েবসাইট:

wbpsc.gov.in

৫. SSC MTS Recruitment:

স্টাফ সিলেকশনের অন্তর্গত মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগের জন্য এই পরীক্ষাটি নেওয়া হয়। এটি কেন্দ্র সরকারি চাকরি।

শিক্ষাগত যোগ্যতা:

ন্যূনতম মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন।

পদের নাম:

গ্রুপ-ডি

বয়সসীমা:

18 থেকে 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন। 18-25 বছর

আবেদন প্রক্রিয়া:

অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে।

বেতন:

24,000 টাকা থেকে 28,000 টাকা।

অফিসিয়াল ওয়েবসাইট:

ssc.nic.in

৬. WBPSC Food SI Recruitment:

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনার অধীনে খাদ্য সুরক্ষা দপ্তরে এসআই নিয়োগের জন্য এই পরীক্ষাটি নেওয়া হয়। এখানেও আপনারা ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতাতেই আবেদন করতে পারবেন।।

শিক্ষাগত যোগ্যতা:

ন্যূনতম মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন।

পদের নাম:

ফুড সাব-ইন্সপেক্টর

বয়সসীমা:

18 থেকে 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া:

অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে।

বেতন:

25,774 টাকা।

৭. KP Constable Recruitment:

কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য এই পরীক্ষাটি দিতে হয়। কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে নিয়োগ করা হয়।

শিক্ষাগত যোগ্যতা:

ন্যূনতম মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন।

পদের নাম:

কনস্টেবল/লেডি কনস্টেবল

বয়সসীমা:

18 থেকে 30 বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া:

অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে।

বেতন:

22,7000টাকা থেকে 58,500 টাকা।

অফিসিয়াল ওয়েবসাইট:

wbpolice.gov.in

এই রইল মাধ্যমিক পাশ যোগ্যতাতে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের আবেদন করার মতো বেশ কয়েকটি চাকরির পরীক্ষার(Government Job Exams) তালিকা। যখন এই পদগুলিতে নিয়োগের আবেদন শুরু হবে তখন সংশ্লিষ্ট পদগুলির জন্যর আপনারা চাইলে আবেদন করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular