HomeDAসরকারি কর্মীদের DA বাড়বে কবে? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

সরকারি কর্মীদের DA বাড়বে কবে? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

7th Pay Commission: কর্নাটকে সরকারি কর্মচারীরা(Government Employees) এর আগে মহার্ঘ ভাতা পেতেন ৩১ শতাংশ হারে। গত মে মাসের শেষ থেকে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল। কর্ণাটক সরকারের পক্ষ থেকে তখন তাদের প্রাপ্য মহার্ঘ ভাতার পরিমাণ দাঁড়ায় ৩৫%।

কর্ণাটকে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনে নেমেছিলেন সরকারি কর্মচারীরা। তখন সেখানে ক্ষমতায় ছিল বিজেপি সরকার(BJP)। তবে বর্তমানে শাসক দল হল কংগ্রেস। তারপরেও মহার্ঘ্য ভাতা নিয়ে কোন উত্তর মিলছে না সরকারের তরফ থেকে। যার দারুন সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

গত বৃহস্পতিবার কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী(Karnatala Chief Minister) জানিয়েছেন যে সরকারি কোষাগারের অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে সপ্তম বেতন কমিশনের(7thPay Commission) সুপারিশ করা হবে কিনা। প্রাক্তন মুখ্য সচিবের নেতৃত্বে যে বেতন কমিশন ছিল, তার মেয়াদ ৬ মাস বাড়ানো হয়েছে। কমিশনের ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন দপ্তরের সাথে আলোচনা করে রিপোর্ট তৈরি করবে কমিশনটি।

কমিশনের রিপোর্ট সরকারের কাছে জমা পড়বে এবং সেই রিপোর্ট বিবেচনা করে মহার্ঘ ভাতা প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে সরকারের পক্ষ থেকে কর্ণাটকে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই কর্নাটকের সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা নিয়ে কোন বড় সুখবর পেতে চলেছেন। তবে তাদের বর্ধিত মহার্ঘ ভাতা পেতে আরো বেশ কিছুটা সময় লাগবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular