বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সাথে রাজ্য সরকারের সংঘাত চলছে বহুদিন ধরে। বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে এবং কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার(Da) দাবিতে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছেন। বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটি কলকাতা হাইকোর্টে ওঠার পর মামলার রায় ছিল আন্দোলনকারী কর্মীদের পক্ষে। কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) মেটাতে হবে রাজ্য সরকারের। তবে রাজ্য সরকার হাইকোর্টের(Calcutta High Court) এই নির্দেশ না মানার জন্য মামলাটি ওঠে সুপ্রিম কোর্টে।
দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত মামলাটির অন্তিম ফয়সালা করা হয়নি। গত ১৪ই জুলাই মামলাটির শুনানি হবার কথা ছিল, তবে সেই শুনানি পিছিয়ে যায়। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের প্রশ্ন যে, সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি কবে হবে? দুর্গাপুজোর আগে নাকি পরে?
কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে রাজ্য সরকারকে বলা হয়েছিল তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা পরিশোধ করে দিতে হবে। তবে সে সময় রাজ্য সরকার এই রায় পুনঃ বিবেচনার আর্জি জানায়। তবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের(Division Bench) তরফ থেকে এই আর্জি খারিজ করে দেওয়া হয়।
আগামী নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবার কথা। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের(Supreme Court) তরফে নির্দিষ্ট কোন তারিখ ঘোষণা করা হয়নি। অক্টোবর মাসের শেষে এবং নভেম্বর মাসের শুরুতে বেশ কয়েকটি ছুটি রয়েছে। তাই আশা করা যাচ্ছে যে নভেম্বর মাসের মাঝামাঝি এই মামলাটির(Da Case) শুনানি হতে পারে।
ইউনিটি ফোরামের দেবপ্রসাদ হালদার জানিয়েছেন, যেদিনই মামলা শেষ হবে, সরকারি কর্মচারীরাই(West Bengal Government Employees) জয়ী হবেন। বর্তমানে সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে আন্দোলনকারীরা একজোট হয়ে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন করছেন। দীর্ঘদিন ধরে শহীদ মিনারের পাদদেশে তাদের এই লড়াই চলছে।