HomeDAমহার্ঘভাতার সাথে পাবেন বোনাসও! কারা পেতে চলেছেন এই বিশেষ সুবিধা?

মহার্ঘভাতার সাথে পাবেন বোনাসও! কারা পেতে চলেছেন এই বিশেষ সুবিধা?

কেন্দ্র সরকার তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধির(DA Hike) ঘোষণা করার পর থেকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলির তরফেও একে একে তাদের কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। সম্প্রতি হরিয়ানা এবং রাজস্থান সরকার সেখানকার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা(Dearness Allowance) ৪ শতাংশ বাড়িয়েছে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বহুদিন ধরেই বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে এবং কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতার দাবিতে আন্দোলন করে চলেছেন। তারই মধ্যে এই রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী।

উত্তরপ্রদেশে(Uttarpradeh) সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে। দিওয়ালির আগেই DA বাড়ালো এই রাজ্য। রাজ্য সরকারের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। এছাড়া সরকারি কর্মচারীদের বোনাস(Bonus) দেওয়ার কথাও ঘোষণা করেছেন সেখানকার মুখ্যমন্ত্রী। চার শতাংশ বৃদ্ধির পর সেখানকার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা হয়েছে ৪৬ শতাংশ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath) সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে এই সমস্ত তথ্য প্রকাশ করেছেন। রাজ্যের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত সরকারি কর্মচারী, সহায়তাপ্রাপ্ত শিক্ষা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, ইউজিসি কর্মচারী, নগর সংস্থা এবং পেনশনভোগীদের ৪৬ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা দেওয়া হবে।

এছাড়া রাজ্যে কর্মরত কর্মচারী শিক্ষক-অশিক্ষক কর্মী এবং দৈনিক মজুরী কর্মীদের 30 দিনের বেতনের সমান বেতন বোনাস হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবছর উত্তরপ্রদেশ সরকার বোনাস DA এবং অন্যান্য খরচ মিলিয়ে 2091 কোটি টাকা খরচ করতে চলেছে।

ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফে কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ৪ শতাংশ DA বাড়ানো হয়েছে। এর ফলে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। তবে শুধু এখানেই নয়, আমাদের প্রতিবেশী ঝাড়খণ্ড(Jharkhand) রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি(Dearness Allowance Hike) করা হলো, যা সেখানকার সরকারি কর্মচারীদের মনে এনে দিয়েছে খুশির হাওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular