HomeEducation NewsFood SI Form Fill Up Date: প্রকাশিত হলো Food SI আবেদনের তারিখ।...

Food SI Form Fill Up Date: প্রকাশিত হলো Food SI আবেদনের তারিখ। জানুন বিস্তারিত

অবশেষে প্রকাশিত হলো Food and Supply Department এর তরফে Food SI এর বিজ্ঞপ্তি। সম্পূর্ণ বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি, আবেদন শুরুর তারিখ সম্পর্কে জানা গেছে এখনো পর্যন্ত। আবেদন শুরু হতে চলেছে আগামী 23 তারিখ থেকে। আপনি নুন্যতম মাধ্যমিক পাশেও করতে পারেন এই পদের জন্য আবেদন। পরবর্তী আপডেট শীঘ্রই প্রকাশিত হবে। কমিশনের ওয়েবসাইট https://wbpsc.gov.in-এ চোখ রাখুন।

food si form fill up date

পশ্চিমবঙ্গ সরকার অধিনস্থ খাদ্য ও সরবরাহ পরিষেবার তরফে জারি হলো Food SI অর্থাৎ Food Sub Inspector পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি। যদি আপনি এই পদের আবেদনের জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই প্রতিবেদনটি ভালোভাবে পড়বেন। জেনে নিন সমস্ত বিষয়ে বিস্তারিত ভাবে।

নোটিশ নং: 04/2023

পদের নাম:

Food SI

শূন্যপদ:

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

আবশ্যিক যোগ্যতা:

i) এই পদে আবেদনের জন্য প্রার্থীকে খাদ্য ও পুষ্টি (Food and Nutrition) বিষয়ে জ্ঞান রাখতে হবে।
ii) সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রীপ্রাপ্ত (Degree) হতে হবে।
iii) বাকি যোগ্যতা সম্পর্কে স্পষ্টরূপে এখনো অবধি জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। পরবর্তী Update এর জন্য অপেক্ষা করুন।

নিয়োগ প্রক্রিয়া:

i) Written Test
ii) Personality Test
iii) Interview
উপরিউক্ত এই তিনটি ধাপে করা হয় যোগ্য প্রার্থীকে নিয়োগ।

আবেদন পদ্ধতি:

i) আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে পরবর্তী আপডেটের (Future Update) জন্য অপেক্ষা করুন।
ii) তবে পদ্ধতি যেভাবেই হোক না কেনো, আপনার সঠিক তথ্য বা দরকারি নথিপত্র (Important Document) অবশ্যই সাথে রাখুন।

আবেদন শুরু:

আবেদন পদ্ধতি শুরু হতে চলেছে আগামী 23 আগস্ট থেকে।

আবেদন শেষ:

এখনো জানানো হয়নি।

পরীক্ষার তারিখ:

পরীক্ষার তারিখ ওয়েবসাইটের (Website) মাধ্যমে পরে জানানো হবে।

এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে কমিশনের Website এ গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here
Official Notification: Update Soon

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular