HomeNewsঅবশেষে MAKAUT CET এর পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো। কবে জানুন?

অবশেষে MAKAUT CET এর পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো। কবে জানুন?

অবশেষে প্রকাশিত হলো MAKAUT CET এর পরীক্ষার তারিখ। ইতিমধ্যেই অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। জানুন বিস্তারিত।

উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হবার পরে যেসব পড়ুয়ারা অ্যাপ্লিকেশন, বায়োটেকনোলজি কিংবা প্রফেশনাল সায়েন্স কোর্স নিয়ে ভর্তি হতে ইচ্ছুক এই সুযোগ হচ্ছে তাদের জন্য সুবর্ণ সুযোগ। কিন্তু কিভাবে ভর্তি হতে পারবেন? আসুন জেনে নিই।

ভর্তি প্রক্রিয়া ও অন্যান্য:

আবেদনকারীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং আবেদনের জন্য MAKAUT এর ওয়েবসাইটে যেতে হবে। সেখানে বিজ্ঞপ্তিতে দেওয়া প্রয়োজনীয় তথ্য সমেত করতে হবে আবেদন।

আবেদন পদ্ধতি:

i)ওয়েবসাইটে গিয়ে হোমপেজে ‘Apply Online ‘ অপশনে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে প্রার্থীকে প্রয়োজনীয় তথ্য অর্থাৎ নাম, আধার নম্বর, ইমেইল আইডি এবং ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
ii) এরপরে আপনার ফোনে এসএমএস অথবা ইমেইলের মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে নির্দিষ্ট সময়ে।

আরো বিস্তারিত জানতে ওয়েবসাইটে যেতে পারেন।

Official Website Link:
https://cetmat.formflix.com/
-Written by Riya Ghosh
See also  বদল হলো স্কুলের সময়। জুন মাসে কখন স্কুলের সময় হলো জানুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular