হাতে আর মাত্র দু’দিন, তারপরেই শুরু হতে চলেছে বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি মাস। কিন্তু তার আগেই ব্যাংকের গ্রাহকদের জন্য রয়েছে একটি দুঃসংবাদ। ফেব্রুয়ারি মাসে বেশ কয়েক দিন ব্যাংক বন্ধ (February 2023 Bank Holiday) থাকবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর ফলে সাধারণ মানুষ, যারা টাকা পয়সা জমা দেওয়া এবং তোলার ক্ষেত্রে সরাসরি ব্যাংকের উপর নির্ভরশীল তাদের কপালে পড়তে চলেছে চিন্তার ভাঁজ।
অর্থনৈতিক বছর সাধারনত মার্চ মাসকে শেষ ধরে গণনা করা হয়। সেই হিসাব মতে ফেব্রুয়ারি মাস অর্থবার শেষ শেষ মাস এর আগের মাস। এইজন্য ব্যাংকের এবং ব্যাংকের গ্রাহকদের চাপ থাকে এই সময়টায়। এবছর ফেব্রুয়ারি মাস মাত্র ২৮ দিনে। এই ২৮ দিনের মধ্যে ব্যাংক খোলা থাকবে মাত্র 18 দিন এবং ছুটি থাকতে চলেছে দশ দিন। স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়তে চলেছে সাধারণ মানুষের কপালে।
স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে ফেব্রুয়ারি মাসে এতদিন কেন ব্যাংক বন্ধ থাকবে? সেই হিসাবে প্রকাশ করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)।
এই বছর ফেব্রুয়ারি মাসে রয়েছে চারটি রবিবার। অর্থাৎ চার দিন ছুটি থাকছে ব্যাংক।
মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারে ব্যাংক বন্ধ থাকে। সেই হিসেবে ছুটি থাকতে চলেছে আরও দুইদিন।
শিবরাত্রি এবং আরো কয়েকটি উৎসবের জন্য ব্যাংক বন্ধ থাকবে আরও চার দিন।
অর্থাৎ সাপ্তাহিক ছুটি এবং উৎসব মিলিয়ে মোট ছুটি থাকতে চলেছে (৪+২+৪) = ১০ দিন।
তবে পশ্চিমবঙ্গের ব্যাংক গ্রাহকদের জন্য দুশ্চিন্তার অতটা বেশি কারণ নেই কারণ পশ্চিমবঙ্গের ১০ দিন ব্যাংক বন্ধ থাকবে না।
২০ ফেব্রুয়ারি মিজোরামে রাজ্য দিবস (Mijoram State Day) পালন করা হয়। ঐদিন শুধুমাত্র মিজোরামে ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।
২১ ফেব্রুয়ারি সিকিমে অনুষ্ঠিত হবে লোশার উৎসব। এই উৎসবের জন্য শুধুমাত্র সিকিমেই ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে।
১৮ ফেব্রুয়ারি শিবরাত্রি উপলক্ষে দেশের বেশ কয়েকটি রাজ্যে ব্যাংকিং পরিষেবা(Banking Service) বন্ধ রাখার কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তবে এই রাজ্য গুলির তালিকায় পশ্চিমবঙ্গের নাম এখনো নধিভুক্ত করা হয়নি। তাই আশা করা যাচ্ছে যে ১৮ ফেব্রুয়ারি শিবরাত্রির দিনও পশ্চিমবঙ্গের ব্যাংকগুলি খোলা থাকতে পারে।
ফেব্রুয়ারি মাসে গোটা দেশজুড়ে মিলিয়ে মিশিয়ে মোট দশ দিন ব্যাংকিং পরিষেবা বন্ধ থাকলেও গ্রাহকদের দুশ্চিন্তার অতটা কারণ নেই। কারণ ব্যাংকের শাখা গুলি বন্ধ থাকলেও অনলাইন ব্যাংকিং বন্ধ থাকবে না। যে সমস্ত গ্রাহকের এমার্জেন্সি কিছু প্রয়োজন হবে, তারা অনলাইন ব্যাংকিং (Online Banking) এর সাহায্য নিয়ে তাদের প্রয়োজনীয় কাজকর্ম মিটিয়ে ফেলতে পারবেন।