কিছুদিন আগেই রাজ্যে আরো একটি নিয়োগ দূর্নীতি (SSC Group D Scam) সামনে আসে। OMR Sheet বিকৃত করে ২৮২৩ জনকে গ্রুপ ডি পদে নিয়োগের অভিযোগ ওঠে হাইকোর্টে। এই অভিযোগের কথা স্বীকার করে নেয় স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো যায় যে এই ২৮২৩ জনের মধ্যে ১৯১১ জনকে রাজ্যের বিভিন্ন স্কুলের গ্রুপ ডি পদে নিয়োগ করা হয়েছে।
টাকা ফেরত দেওয়ার এই নির্দেশটি মানতে পারেননি চাকরিপ্রার্থীরা। অভিজিৎ গাঙ্গুলির টাকা ফেরত দেবার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে এবার বরখাস্ত হওয়া ১৯১১ জন চাকরি প্রার্থী। কলকাতা হাইকোর্টের সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে।
নিয়োগ হওয়া চাকরি প্রার্থীদের বক্তব্য যে, তারা কারচুপি করে হলেও, পাঁচ বছর ধরে চাকরি করেছেন বিভিন্ন স্কুলে। পাঁচ বছর ধরে তারা শ্রম দিয়েছেন এবং শ্রমের পরিবর্তে বেতন নিয়েছেন। সেই টাকা কেন তারা ফিরিয়ে দেবেন? তারা সরাসরি প্রশ্ন করেন, “কাজ করেছি, টাকা কেন ফেরত দেব?”
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন যে, এই সমস্ত চাকরিপ্রার্থীদের অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করতে হবে এবং এতদিন যাবত তারা যে সমস্ত বেতন পেয়েছেন সরকারের তরফ থেকে, সেই সমস্ত টাকা ফেরত দিতে হবে। হাইকোর্টের পক্ষ আরো একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এই সমস্ত প্রার্থীর আর কোন চাকরির পরীক্ষায় বসতে পারবেন না।
গত ১০ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিয়েছিলেন। এবং তারপরে 13 তারিখ প্রার্থীরা আবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় টাকা ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে।