রাজ্যের তৈরী নয়া শিক্ষানীতিতে বদল ঘটছে শিক্ষাব্যবস্থার। নতুন এই শিক্ষাব্যবস্থায় কি বদল ঘটতে চলেছে তা নিয়ে সম্প্রতি জেলাশাসকের সঙ্গে বৈঠক করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু(Education Minister Bratya Basu)। কি ঠিক হলো এই বৈঠকে? আসুন জেনে নেওয়া যাক।
বৈঠকে ঠিক হয়েছে যে রাজ্যের সমস্ত পড়ুয়ার শিক্ষাগত মান উন্নত করতে চেয়ে স্কুল থেকে উচ্চশিক্ষা পর্যন্ত রাজ্যের সমস্ত প্রতিষ্ঠানে অর্থাৎ রাজ্যের ১৭টি জেলায় ২০টি কম্পোজিট ক্লাস্টার বা হাব গঠন করা হচ্ছে। এই ২০টি হাবের অধীনে ১০৩টি স্কুল বা স্পোক শিক্ষা প্রতিষ্ঠান থাকবে।
দ্রুত শুরু হতে চলা এই প্রক্রিয়ার জন্য কোনও বড় কলেজ বা স্কুলকেই বেছে নেওয়া হচ্ছে। এই হাব থেকেই এলাকাগুলোর স্পোক স্কুল (Spoke School) এবং কলেজগুলি পরিচালিত হবে। ইতিমধ্যেই কলকাতায় হাব হিসেবে Ashutosh College, Bethune College এবং Ceramic College কে চিহ্নিত করা হয়েছে।
রাজ্যের নতুন শিক্ষানীতি অনুযায়ী আগামী প্রজন্মকে উচ্চশিক্ষায় বিভিন্ন বিষয়ে শিক্ষিত করতে উদ্যোগ নেওয়া হবে অনেক। শিক্ষার্থীদের জন্য Exposer Visit, Seminar, Career counseling, বৃত্তিমূলক কোর্স, Soft Skill, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ, শিক্ষক বিনিময় প্রোগ্রাম এবং কম্পিউটার শিক্ষার মতো বিভিন্ন উপাদান ইত্যাদি বিষয় ছাড়াও সর্বশেষ প্রযুক্তি যেমন- AI, ML, Data Science ইত্যাদি বিষয়েও যথেষ্ট শিক্ষাদান করা হবে।
উপরোক্ত শিক্ষা ছাড়াও শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতে বিভিন্ন বিষয়ে পারদর্শী হতে পারে তার জন্য গবেষণায় সহযোগিতা, কমিউনিটি নলেজ শেয়ারিং প্রোগ্রাম, মোটিভেশনাল টক, মূল্যবোধ শিক্ষা,কর্মশালা এবং প্রদর্শনীরও (Collaboration in research, community knowledge sharing programs, motivational talks, values education, workshops and exhibitions)সুযোগ রাখা হবে।
এছাড়াও শেখানো হবে বিভিন্ন ধরনের Skill Development Course এবং Vocational Course Learningও। এই পুরো বিষয়টি শিক্ষা দপ্তরের সঙ্গে জেলার অতিরিক্ত জেলাশাসকরা তদারকি করবেন। শিক্ষামন্ত্রী জানান যে উচ্চশিক্ষায় পড়ুয়াদের পরিচিত করতেই এই উদ্যোগ।
-Written by Riya Ghosh