HomeJob updatesECIL-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! মাস গেলে পাবেন মোটা টাকার বেতন, জানুন...

ECIL-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! মাস গেলে পাবেন মোটা টাকার বেতন, জানুন বিস্তারিত।

Electronic Corporation of India Limited অর্থাৎ ECIL এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। বেশ কিছু পদে করা হবে এই নিয়োগ। আবেদন প্রক্রিয়া সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে হলে পড়ুন প্রতিবেদনটি। (ECIL Recruitment 2023)

নোটিশ নং:

14/2023

1. পদের নাম:

Project Engineer

শূন্যপদ:

মোট 64 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

যোগ্যতা বিষয়ে বিস্তারিত জানতে হলে বিজ্ঞপ্তিটি পড়ুন।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স সর্ব্বোচ্চ 33 বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন:

নির্বাচিত প্রার্থীদের মাসিক 40,000 টাকা বেতন দেওয়া হবে।

2. পদের নাম:

Assistant Project Engineer

শূন্যপদ:

মোট 32 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

যোগ্যতা বিষয়ে বিস্তারিত জানতে হলে বিজ্ঞপ্তিটি পড়ুন।

বয়সসীমা:

প্রার্থীর বয়স সর্ব্বোচ্চ 25 বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন:

নির্বাচিত প্রার্থীদের মাসিক 24,500 টাকা বেতন দেওয়া হবে।

3. পদের নাম:

Technical Officer

শূন্যপদ:

মোট 67 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

যোগ্যতা বিষয়ে বিস্তারিত জানতে হলে বিজ্ঞপ্তিটি পড়ুন।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স সর্ব্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন:

নির্বাচিত প্রার্থীদের মাসিক 25,000 টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
ii) প্রথমে প্রার্থীকে ওয়েবসাইট (Website) থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিয়ে তা ফিলাপ (Fillup) করে এবং সাথে প্রয়োজনীয় নথি (Important Document) সংযুক্ত করে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে ইন্টারভিউ স্থানে (Place of Interview) উপস্থিত হতে হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি:

ইন্টারভিউয়ের (Interview) মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

কাজের সময়সীমা:

প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে প্রার্থীদের। আগামী সময়ে সেই সময়সীমার বৃদ্ধি হতে পারে।

ইন্টারভিউয়ের তারিখ:

01/09/2023 থেকে 04/09/2023 তারিখে ইন্টারভিউ হবে।

ইন্টারভিউয়ের স্থান:

সময় এবং জায়গা বিশেষে ইন্টারভিউ নেওয়ার স্থান ভিন্ন।01/09/2023 তারিখে ইন্টারভিউ হবে:

a) Chennai অফিসের ঠিকানা:
ECIL, Economist House, Post-Box No. 3148, S-15, Industrial Estate, Guindy, Chennai – 600032

ii) এছাড়াও Mumbai, New Delhi, Kolkata, Hyderabad, Vizag, Bengaluru অফিসে 04/09/2023 তারিখে ইন্টারভিউ হবে। প্রতিটি অফিসের ঠিকানা নীচে দেওয়া হল:

a) Vizag: ECIL, # 47-09-28, Mukund Suvasa Apartments, 3rd Lane, Dwaraka Nagar, Visakhapatnam-530016

b) Mumbai: ECIL, # 1207, Veer Savarkar Marg, Dadar (Prbhadevi), Mumbai – 400 028

c) Hyderabad: CLDC, Nalanda Complex, TIFR Road, Electronics Corporation of India Limited, ECIL Post, Hyd-62

d) New Delhi: ECIL, # D-15, DDA Local Shopping Complex, A-Block, Ring Road, Naraina, New Delhi – 110028

e) Kolkata: ECIL, Apeejay House, 4th floor, 15-Park Street, Kolkata – 700016.

f) Bengaluru: ECIL, # 1/1, 2nd floor, LIC Building, Sampige Road, Malleswaram, Bengaluru – 560 003

নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো বিশদে জানতে হলে ওয়েবসাইটের (Website) সাহায্য নিতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular