HomeBusiness ideasEarn Money: কলেজে পড়তে পড়তে উপার্জন করুন, রইলো দুর্দান্ত 4টি ইনকাম করার...

Earn Money: কলেজে পড়তে পড়তে উপার্জন করুন, রইলো দুর্দান্ত 4টি ইনকাম করার পদ্ধতি

উচ্চ মাধ্যমিক শেষ হবার পরেই ছাত্রছাত্রীরা উচ্চতর শিক্ষা জীবনের জন্য কলেজ লাইফে প্রবেশ করে। কলেজ লাইফে পড়ার সময় থেকে কলেজ খরচ , বইখাতা কেনার খরচ, টিউশন ফি সহ একাধিক অতিরিক্ত খরচ দরকার হয় ছাত্রছাত্রীদের। অনেক ছাত্র-ছাত্রীরা এই খরচের জন্য পরিবারের উপর নির্ভরশীল হয় , অনেকে আবার নিজেরাই চায় নিজেদের খরচ জোগাড় করতে।

কলেজে পড়তে পড়তে ও বেশ কয়েকটি উপায় আছে, যে গুলির মাধ্যমে আপনারা বেশ মোটা অংকের টাকা উপার্জন(Earning Ways For College Students) করবেন। যাতে করে আপনাদের হাত খরচার টাকা সহ প্রয়োজনীয় সমস্ত খরচ নিজেরাই বহন করতে পারবেন।

আজকের এই প্রতিবেদনটি বিশেষ করে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য। এই উপায় গুলি ফলো করলে আপনারা কলেজে পড়ার পাশাপাশি বেশ কয়েকটি উপায়ে উপার্জন(College Students Jobs) করতে পারবেন।

১) ক্যাটারিং সার্ভিস:

কলেজে পড়ার পাশাপাশি পার্টটাইম জব হিসেবে অন্যতম একটি জনপ্রিয় কাজ হল ক্যাটারিং সার্ভিস(Catering Service Business) এর কাজ।

বর্তমানে বহু অনুষ্ঠান প্রেক্ষাগৃহ বা লজ রয়েছে যেখানে প্রায়শই কোন না কোন অনুষ্ঠান লেগেই থাকে। প্রতিটি অনুষ্ঠানেই দরকার পড়ে ভালো ক্যাটারিং সার্ভিসের। এলাকার ক্যাটারিং সার্ভিস গুলিতে যদি কাজ করতে পারেন , তাহলে মাসের শেষে বেশ মোটা অংকের টাকা উপার্জন করতে পারবেন আপনারা।

ক্যাটারিং সার্ভিস এর কাজ মূলত সন্ধ্যা থেকে রাত অব্দি হয়। বিশেষ কিছু ক্ষেত্রে সকাল থেকে রাত অব্দি থাকতে হতে পারে, তবে প্রতিদিন নয়। এজন্য আপনারা কলেজে পড়ার পাশাপাশি অবসর সময় বা সন্ধে থেকে রাতের মধ্যে ক্যাটারিংয়ের কাজ করতে পারেন।

অনেকে আছেন যারা পার্ট টাইম হিসাবে ক্যাটারিং এর কাজ করেন, অনেকে বা ফুল টাইম হিসেবে ক্যাটারিং এর কাজ এবং ইভেন্ট ম্যানেজমেন্ট এর কাজ একসাথে করে থাকেন। আপনারা চাইলেই ক্যাটারিং এর কাজের মাধ্যমে নিজেদের প্রয়োজনীয় অর্থ জোগাড় করে নিতে পারবেন পড়াশোনার মধ্যে থেকেও।

২) খাবার ডেলিভারি বয়:

কলেজে পড়তে পড়তে পার্ট টাইম জব হিসেবে ডেলিভারি বয়(Food Delivery Boy) এর কাজটি বেশ জনপ্রিয়। অনেকেই আছে যারা বাড়িতে রান্না করার পরিবর্তে অনলাইনে খাবার অর্ডার করে থাকেন। বর্তমানে সুইগী(Swiggy) এবং জোমাটো(Zomato) দুটি জনপ্রিয় ফুড ডেলিভারি সংস্থা। সাইকেল এবং বাইক চালাতে জানলে আপনারা ডেলিভারি বয়ের জন্য আবেদন করতে পারেন এই সংস্থা গুলিতে।

কলেজে পড়ার পাশাপাশি রাতে পার্ট টাইম(Part Time Job For Colleges Students) হিসাবে এই কাজটি করতে পারবেন, বা অবসর সময়ে ফুল টাইম হিসেবেও ডেলিভারি বয় এর কাজটি করতে পারবেন আপনারা।

ডেলিভারি বয়-এর জব করে আপনারা প্রত্যেক মাসে কুড়ি হাজার টাকা মতো উপার্জন করতে পারবেন। এই টাকা দিয়ে আপনারা নিজেদের হাত খরচ এর টাকা চালাতে পারবেন, এমনকি পরিবারের দৈনন্দিন চাহিদাগুলোর কিছুটা অংশও চালাতে পারবেন অনায়াসেই।

৩) টিউশনি :

কলেজে পড়াকালীন টাকা উপার্জনের অন্যতম একটি উপায় হল টিউশন(Tuition Business For Students) পড়ানো। এই কাজে যেমন অতিরিক্ত সম্মান আছে, তেমনই মাস গেলে মোটা টাকা উপার্জন করার সুযোগও রয়েছে।

প্রথমে আপনি যে বিষয়ে অভিজ্ঞ, সেই বিষয়ে পড়ানো মনস্থির করুন। এরপর পড়ানোর জায়গা বাছাই করতে হবে এবং ছাত্র-ছাত্রী জোগাড় করতে হবে। আপনারা অনলাইন এবং অফলাইন উভয় ভাবেই পড়াতে পারবেন। আশেপাশে সেই বিষয়ের শিক্ষকরা কিভাবে পড়াচ্ছেন, কত টাকা মাইনে নিচ্ছেন, ছাত্র-ছাত্রীরা স্কুলে কিভাবে পড়ছে, অভিভাবকেরা কেমন পড়ানো চাইছেন – ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে আপনাকে জ্ঞান থাকতে হবে

অনলাইন পড়ানোর ক্ষেত্রে আপনি বাড়ির থেকে দূরের ছাত্রছাত্রীদেরও অনলাইনের মাধ্যমে পড়াতে পারবেন। এতে করে আপনাদের বেশ সময় বেঁচে যাবে যাতায়াতের এবং অতিরিক্ত সময়ে অন্যান্যদের টিউশন পড়িয়েও উপার্জন করতে পারবেন

এছাড়া আপনি যদি আপনার পড়ানোর ভিডিও ইউটিউবে আপলোড করতে পারেন, সেখান থেকেও উপার্জন করার সুযোগ রয়েছে আপনাদের। তাছাড়া নোটস তৈরি করা, নোটস বিক্রি করা ইত্যাদি কাজের মাধ্যমে উপার্জন করার সুযোগ রয়েছে বর্তমানে।

৪) মেহেন্দি আর্টিস্ট:

আজকালকার দিনে বহু ছেলেমেয়েরা মেহেন্দি আর্টিস্ট(Mehendi Artist) হিসেবে কাজ করে থাকেন। মেহেন্দি আর্টিস্ট হিসেবে মেয়েরাই বেশি পারদর্শী হন। এই কাজের মাধ্যমে প্রত্যেক মাসে কয়েক হাজার টাকা পর্যন্ত উপার্জন করা যায়। এছাড়া উৎসবের মরশুমে উপার্জনের পরিমাণ বেশ কয়েক গুণ বেশি হয়।

প্রথমে আপনাকে মেহেন্দি ডিজাইন করার কোর্স করতে হবে বা ভাল কোন ডিজাইনার এর কাছ থেকে মেহেন্দি করা শিখতে হবে। এরপর সোশ্যাল মিডিয়া বা বন্ধু-বান্ধবদের মারফত আপনার কাজের প্রচার করতে হবে।

কিছুদিন পরেই কোন উৎসব অনুষ্ঠানে কারো মেহেন্দি করার দরকার হলে আপনারই ডাক পড়বে। সেখানে মেহেন্দি করানোর মাধ্যমে আপনারা বেশ মোটা অংকের টাকা উপার্জন করে নিতে পারবেন। বড় বড় মেহেন্দি আর্টিস্টরা এক একটা মেহেন্দি করতে এক হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন।

তাই সারা মাস জুড়ে আপনারা যদি মোট ১০ জনেরও মেহেন্দি করার সুযোগ পান, তাহলে আপনারা ন্যূনতম 5 হাজার টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করে নিতে পারবেন।

এই রইল কলেজ পড়ুয়াদের জন্য উপার্জন করার চারটি উপায়। আপনারা চাইলে এই আইডিয়াগুলি নিজেদের জীবনে প্রয়োগ করতে পারেন। এই ব্যবসা গুলিতে আপনাদের লোকসান বলতে কিছুই নেই, তবে একটু ধৈর্য ধরে নিতে পারলে প্রত্যেক মাসে বেশ মোটা অংকের টাকা উপার্জন করবেন এবং সময় যত এগোবে, আপনার উপার্জনের পরিমাণও তত বাড়তে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular