“বাজলো তোমার আলোর বেণু!”
আসছে সকলের মা, মা দুর্গা। যিনি জগজ্জননী মা। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে এই উৎসবের। বিশেষ করে বাচ্চাদের কাছে এই পুজোর আনন্দই আলাদা হয়। তাই সকলে মুখিয়ে থাকে পুজোর দিনগুলির এই ছুটি নিয়ে। সম্প্রতি এই ছুটির তালিকা এবার প্রকাশ করলো শিক্ষা দপ্তর(Education Department)। কতদিন থাকবে ছুটি? কবে থেকে ছুটি শুরু হচ্ছে? জেনে নিন বিস্তারিত। (Durga Puja Holidays in West Bengal 2023)
বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো(Durga Puja)। বাচ্চা থেকে বুড়ো সকলেই এই পাঁচটি দিনের অপেক্ষায় থাকেন। কেউ মণ্ডপে ঠাকুর দেখেন, কেউ আবার বাইরে ঘুরতে যান পুজোর এই কটা দিন কাটাতে। অনেক প্রবাসী বাঙালি দেশে ফিরে আসেন শুধু এই উৎসবকে কেন্দ্র করে। পরিবারের সকলে এক হয়, আনন্দ করে। সবথেকে বেশি আনন্দ করে বাচ্চারা তাই তাদের ছুটির পরিমাণও বেশি থাকে। এই বছর বাচ্চারা কেমন ছুটি পেলো জানা যাক।
এখনো পর্যন্ত পাওয়া সূত্র অনুযায়ী জানা গেছে যে এই বছর পুজো উপলক্ষ্যে টানা ২৬ দিন স্কুল ছুটি থাকবে। তার আগে মহালয়ার জন্য ১৪ ই অক্টোবর ছুটি থাকবে। ছুটি শুরু হচ্ছে চতুর্থী অর্থাৎ ১৮ ই অক্টোবর থেকে এবং শেষ হবে ১৬ ই নভেম্বর অর্থাৎ ভাইফোঁটার পরের দিনে অর্থাৎ যমদ্বিতীয়ার দিনে। অর্থাৎ সব মিলিয়ে মোট ২৬ দিনের ছুটি পাবে রাজ্যের ছাত্রছাত্রীরা।
তবে এই ছুটি সরকারি এবং বেসরকারি স্কুল অনুযায়ী পৃথক হতে পারে। সরকারি সমস্ত স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে এই তালিকা অনুযায়ী ছুটি দেওয়া হলেও বেসরকারি প্রতিষ্ঠানে এই ছুটি কম বা বেশি হতে পারে।
এখানেই শেষ নয়। আবারও ১৯ শে নভেম্বর ছটপুজো (Chhat Puja) উপলক্ষ্যে ছুটি দেওয়া হবে তবে সেদিন যেহেতু রবিবার, তাই এই ছুটির আলাদা মাহাত্ম্য থাকছে না তাই সরকার ২০ শে নভেম্বর আরো একদিন অতিরিক্ত ছুটি দিয়েছেন।
-Written by Riya Ghosh