সাধারণ মানুষের জন্য আবার আসছে “দুয়ারে সরকার প্রকল্প”(Duare Sarkar Prakalpa)! মোটামুটি সকলেই জানেন যে এই প্রকল্পে একাধিক সরকারি প্রকল্প এবং তার সুবিধা পেয়ে যান সাধারণ মানুষ। সরকারি প্রকল্পের সুবিধা যাতে প্রতিটা মানুষ পান, তার জন্যই একসাথে একাধিক প্রকল্প নিয়ে এই Duare Sarkar বা দুয়ারে সরকার ক্যাম্প করার সিদ্ধান্ত সরকারের (Govt) তরফে নেওয়া হয়েছে।
ইতিমধ্যে, রাজ্যের একাধিক মানুষ সরকারের এই প্রকল্পে হয়েছেন উপকৃত। এই ক্যাম্প সকলকে সুবিধা দেবার লক্ষ্যে এগিয়ে তাই রাজ্যের বিভিন্ন এলাকায় বসে এই প্রকল্প। এর ফলে সমস্ত এলাকাবাসী তথা রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ সরকারি সুবিধাগুলো পেয়ে থাকেন।
Duare Sarkar Camp Benefits:
গত 2021 সালের বিধানসভা ভোটের আগেই শুরু হয়েছিল এই প্রকল্প। এবার এই বছর ফের 1 সেপ্টেম্বর চালু হচ্ছে দুয়ারে সরকারের ক্যাম্প। নতুনভাবে, রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাগুলো মানুষ এই ক্যাম্প থেকে পেয়ে যাবেন।
উপরি পাওনা হিসেবে এইবার এই প্রকল্পে যুক্ত হবে আরো দুটি প্রকল্প। বিশেষ প্রকল্পের (New Government Scheme) সুবিধা পাবে রাজ্যের মানুষ এই ক্যাম্পগুলি থেকে। বিশেষ এই প্রকল্প দুটির আবেদনে এতদিন মানুষের প্রচুর হয়রানি হয়েছে কিন্তু এবার সেই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে দুয়ারে সরকার প্রকল্প (Duare Sarkar Camp)! যার দৌলতে এবার প্রকল্প গুলির জন্য ছোটাছুটি করতে হবে না সাধারণ মানুষকে।
সূত্র অনুযায়ী জানা গেছে যে আগামী 1 সেপ্টেম্বর শুরু হবে দুয়ারে সরকার ক্যাম্প এবং চলবে 16 সেপ্টেম্বর পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত ছুটির দিন এবং রবিবার বাদে বাকি সবদিন পরিষেবা পাবেন সাধারণ মানুষ। প্রসঙ্গত বলে রাখি যে আগের ক্যাম্পগুলিতে কন্যাশ্রী (Kanyashree), রুপশ্রী (Rupashree), স্বাস্থ্যস্বাথী (Swasthya Sathi), ঐক্যশ্রী (Aikyashree) ছাড়াও আরও 33 টি প্রকল্পের আবেদনের সুবিধা প্রদান হয়েছে।
এবারও এই প্রকল্পগুলির সুবিধা তো পাওয়া যাবেই, আবার সেই সঙ্গে এই ক্যাম্পে পাওয়া যাবে পরিযায়ী শ্রমিক রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং বার্ধক্য ভাতা (Old Age Pension) এর আবেদন সুবিধাও। আগামী 1 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর এর মধ্যে সকল আবেদন পত্র জমা নেওয়া হবে। আবেদনের সফলিকরণ শুরু হবে 18 সেপ্টেম্বর থেকে যা চলবে 30 সেপ্টেম্বর অব্ধি। এই দিনের মধ্যেই সকল আবেদনকারী ব্যক্তির প্রকল্পের সুবিধা নিশ্চিত করা হবে।
কারা কারা পেতে চলেছেন এই সুবিধা?
বার্ধক্য ভাতার সুবিধা নিয়মমাফিক পাবেন 60 এর উর্দ্ধের মানুষরা।
এই প্রকল্পের মাধ্যমে মাসিক পেনশনের (Monthly Pension) সুবিধা প্রদান করা হয় বয়স্ক মানুষদের। আবেদন প্রক্রিয়ার পর সমস্ত নথিসমূহ (With Document) বিচার করার পর সরকার আবেদনকারীর আবেদন যাচাই করবে এবং আবেদনকারী প্রতিটি মানুষ প্রত্যেক মাসে 1000 টাকা করে পেনশন পাবেন।
পরিযায়ী শ্রমিকের রেজিস্ট্রেশন প্রক্রিয়া(Registration Process):
রাজ্য সরকার (WB Govt) এই গুরুত্বপূর্ণ প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের একটি ডাটাবেস (Database) নির্মাণ করবে।
এর মাধ্যমে কী কী লাভ পাওয়া যাবে?
i) রেজিস্টার্ড (Registered) শ্রমিক এর আকস্মিক দুর্ঘটনায় অথবা অন্য রাজ্যে কাজ চলাকালীন মৃত্যু ঘটলে ক্ষতিপূরণ বাবদ শ্রমিকের পরিবার পেয়ে যাবে 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য।
ii) যদি কোনো শ্রমিক দুর্ঘটনায় আহত হন তাহলে সেই শ্রমিক পাবেন আর্থিক সাহায্য। অঙ্গহানি সহ অন্যান্য গুরুতর দুর্ঘটনায় আহত শ্রমিকরা চিকিৎসার সুবিধার্থে 1 লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন।
-Written by Riya Ghosh