HomeJob updatesDRDO-তে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত।

DRDO-তে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত।

DRDO অর্থাৎ Defense Research and Development Organization এর তরফে প্রকাশিত হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। বেশ কয়েকটি পদে অনেকগুলি শূন্যপদে হবে এই নিয়োগ। কোন পদে কত নিয়োগ এবং আবেদন পদ্ধতি সহ জেনে নিন বিস্তারিত এই প্রতিবেদনের মাধ্যমে। (DRDO Recruitment 2023)

পদের নাম:

i) Scientist B (DRDO)
ii) Scientist B (DST)
iii) Scientist B/Engineer B (ADA)
iv) Scientist (CME)

শূন্যপদ:

i) Scientist B (DRDO): 181
ii) Scientist B (DST):11
iii) Scientist B/Engineer B (ADA):6
iv) Scientist (CME):6

অর্থাৎ সবমিলিয়ে মোট 208টি শূন্যপদ রয়েছে।

বয়সসীমা:

i) General Category ভুক্ত আবেদনকারীর বয়স সর্বোচ্চ 35 বছর পর্যন্ত হতে হবে।
ii) OBC ক্যাটাগরির প্রার্থীদের বয়স সর্বোচ্চ 38 বছর পর্যন্ত হতে হবে।
iii) SC/ST ক্যাট্যাগরির প্রার্থীদের বয়স সর্বোচ্চ 40 বছর পর্যন্ত হতে হবে।

অ্যাপ্লিকেশন ফি:

i) General (UR), EWS, OBC – এই তিনটি ক্যাটেগরির ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের 100/- টাকা অ্যাপ্লিকেশন ফি (Application Fee) হিসেবে দিতে হবে।
এই টাকা Non-transferable এবং Non-refundable!

ii) SC/ST/Female Candidates/Special Physically Ability যুক্ত প্রার্থীদের কোনও অ্যাপ্লিকেশন ফি (Application Fee) লাগবে না।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে অনলাইনে(Online)।
ii) প্রথমে প্রার্থীকে DRDO এর ওয়েবসাইটে যেতে হবে এবং ‘Homepage’ এ Advt. no. 145 for 204 vacancies of Scientist ‘B’ in DRDO, ADA, DST and CME নোটিফিকেশনের নীচে থাকা লিঙ্কে ক্লিক করতে হবে।
iii) এরপরে প্রার্থীকে Application Form টি পূরণ করতে হবে।
iv) পূরণ করার পরে প্রার্থীকে নিজের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড (Important Documents Upload) করতে হবে।
v) সবশেষে দিতে হবে অ্যাপ্লিকেশন ফি(Application Fee)।
vi) এবারে ফর্ম জমা দিয়ে ফর্মটি প্রিন্ট আউট (Print Out) বের করে ভবিষ্যতের জন্য সঙ্গে রাখুন।

আবেদনের শেষ তারিখ:

আগামী 31 তারিখ অবধি আবেদন করা যাবে।

এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে সংস্থার ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular