HomeJob updatesরাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত।

রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত।

সম্প্রতি Murshidabad DCPU এর তরফে নিয়োগের (Recruitment) কথা জানিয়ে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। আপনি যদি এই পদের জন্য ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই পুরো প্রতিবেদনটি পড়ুন। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানানো হলো এই প্রতিবেদনে।

নিয়োগ বোর্ড:

DM Office Murshidabad

পদের নাম:

i) Officer-in-charge
ii) Counselor
iii) Para Medical Stuff
iv) অন্যান্য

বিভাগ:

Welfare Department

শূন্যপদের সংখ্যা:

মোট ৮টি শূন্যপদ রয়েছে।

নিয়োগ স্থান:

Murshidabad

আবশ্যিক যোগ্যতা:

i) Officer-in-charge:
a) এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে ভারতের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Social Work/Sociology/Child Development/Human Rights Public Administration/Psychology/Law/Public Health Community Resource Management স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ Masters করে থাকতে হবে।
b) প্রার্থীকে সংশ্লিষ্ট ক্ষেত্রে নুন্যতম তিন বছরের অভিজ্ঞতা (Experience) যুক্ত হতে হবে।
c) Computer এর বিষয়ে জ্ঞান (Knowledge) থাকতে হবে।

ii) Councelor:
a) এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Social Work/ Sociology/ Psychology/ Public Health Counseling or Counseling and Communication এ স্নাতকোত্তর ডিপ্লোমা করে অর্থাৎ Masters Diploma থাকতে হবে।
b) প্রার্থীর অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে নুন্যতম এক বছরের কাজের অভিজ্ঞতা (Experience) থাকতে হবে।
c) প্রার্থীর Computer এ জ্ঞান (Knowledge) থাকতে হবে।

iii) Para Medical Stuff:
a) এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই Social Work/Sociology/Social Sciences এ Graduate ba LLB প্রাপ্ত হতে হবে।
b) সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে প্রার্থীকে অন্তত দুই বছরের অভিজ্ঞতা (Experience) সম্পন্ন হতে হবে।
c) প্রার্থীর Computer এ জ্ঞান (Knowledge) থাকতে হবে।

iv) Nurse:
a) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের Nursing Pharmacy তে Diploma সহ Higher Secondary Passed হতে হবে।
b) সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীর নুন্যতম তিন বছরের অভিজ্ঞতা (Experience) থাকতে হবে।

বয়সসীমা:

i) Officer-in-charge: ২৭ বছর
ii) Councelor: ২৪ বছর
iii) Nurse: ২১ বছর
iv) Others: ৪০ বছর

সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন।

মাসিক বেতন:

i);Officer-in-Charge: 33,100/-
ii) Consultant: 23,170/-
iii) Child Welfare Officer: 23,170/-
iv) Medical Staff: 12,000/-

নিয়োগ প্রক্রিয়া:

i) Written Test – 80 Marks
ii) Computer Test – 10 Marks
iii) Viva Test – 10 Marks

আবেদনের শুরুর তারিখ :

24/07/2023

অফলাইন আবেদনের শেষ তারিখ :

14/08/2023

পরীক্ষার তারিখ:

এখনো জানানো হয়নি।

অ্যাডমিট কার্ড ডাউনলোডের (Admit Card Download) তারিখ :

পরীক্ষার তারিখের 10 দিন আগে অ্যাডমিট কার্ড (Admit Card) দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে অফলাইনে(Offline)।
ii) প্রকাশিত বিজ্ঞপ্তিটি পড়ে নিয়ে আবেদনপত্রটি নিজের যাবতীয় তথ্য দিয়ে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

আবেদন ফি:

কোনোরকম আবেদন মূল্য (Application Fee) লাগবে না।

এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে প্রকাশিত বিজ্ঞপ্তিটি (Notification) পড়ুন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular