HomeJob updatesমোট শূন্যপদ 129 টি! রাজ্যের স্বাস্থ্য দপ্তরে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি

মোট শূন্যপদ 129 টি! রাজ্যের স্বাস্থ্য দপ্তরে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি

পশ্চিমবঙ্গের শিলিগুড়ি জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে DHFWS Siliguri Recruitment 2023 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। দার্জিলিং স্বাস্থ্য জেলাতে সবমিলিয়ে মোট 129 টি শূন্যপদে মেডিকেল অফিসার, কমিউনিটি হেলথ অফিসার এবং স্টাফ নার্স পদে নিয়োগ করা হবে।

Darjeeling CMOH Recruitment 2023 -এ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। আবেদন করার জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না। কোনো লিখিত পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

Darjeeling Health Recruitment 2023 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম-

  • Medical Officer
  • Community Health Assistant
  • Staff Nurse

মোট শূন্যপদ-

  • MO- 37 টি
  • CHA- 64 টি
  • Nurse- 28 টি

মাসিক বেতন-

  • MO- 60,000/- টাকা
  • CHA- 13,000/- টাকা
  • Nurse- 25,000/- টাকা

বয়সসীমা-

  • MO- সর্বোচ্চ 62 বছর
  • CHA- সর্বোচ্চ 40 বছর
  • Nurse- 21 বছর থেকে 40 বছর
  • বয়স হিসাব করতে হবে 01/01/2023 তারিখের ভিত্তিতে।

আবশ্যিক যোগ্যতা-

  • MO- এই পদে আবেদনের জন্য MBBS পাশ হতে হবে এবং কমপক্ষে 01 বছরের ইন্ট্রানশিপ করা থাকতে হবে।
  • CHA- আবেদনকারীর ANM অথবা GNM কোর্স করা থাকতে হবে।
  • Nurse- এই পদে আবেদনের জন্য GNM অথবা B.Sc নার্সিং পাশ হতে হবে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা রেজিস্টার্ড হতে হবে। স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।
  • আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।

নিয়োগ পদ্ধতি-

  • শিক্ষাগত যোগ্যতা
  • কম্পিউটার টেস্ট
  • অভিজ্ঞতা

আবেদন মূল্য-

  • উক্ত পদগুলোতে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।

আবেদন পদ্ধতি-

  • যেহেতু সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, তাই আলাদাভাবে কোনো আবেদন করতে হবে না।
  • নীচের লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
  • নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
  • নিজের শিক্ষাগত যোগ্যতার প্রমাণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে সঠিক ঠিকানায় নির্দিষ্ট দিনে ইন্টারভিউ দিতে যেতে হবে।
  • ইন্টারভিউয়ের তারিখঃ 23/02/2023 & 24/02/2023
  • ইন্টারভিউয়ের সময়ঃ 11:00 A.M.
  • ইন্টারভিউয়ের ঠিকানাঃ Office of the Chief Medical Officer of Health, Darjeeling & Health District & Family Welfare Samiti, Siliguri Mahakuma Parishad Building (2nd Floor), Hakimpara, Landmark- Near Bhutia Market, Siliguri-734001
  • ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।

প্রয়োজনীয় ডকুমেন্টস(নথিপত্র)-

  • বয়সের প্রমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • জাতিগত শংসাপত্র
  • বসবাসের প্রমাণপত্র
  • কম্পিউটার সার্টিফিকেট
  • অভিজ্ঞতার শংসাপত্র
  • পাসপোর্ট সাইজ ছবি
  • অন্যান্য নথিপত্র

Important Links

Official Notification: Download Now
Application Form: Download Now
Official Website: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular