মহার্ঘ ভাতা(DA) সংক্রান্ত মামলায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সাথে রাজ্য সরকারের বিবাদ তুঙ্গে। অসম মহার্ঘ ভাতা বন্টনের বৈষম্যের কারণে বহুদিন ধরেই তারা আন্দোলন করে চলেছেন। এছাড়া কেন্দ্রীয় হারে ডিএ পাবার দাবিতে আড়াই মাসেরও বেশি সময় ধরে রাজ্য সরকারি কর্মচারীরা আন্দোলন করে চলেছেন। তবে ডিএ আন্দোলনের কর্মীরা সম্প্রতি একটি বড় দাবী করলেন। তাদের অভিযোগ যে, রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ বর্তমানে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) পাচ্ছেন।
ডিএ আন্দোলনকারীরা জানিয়েছেন যে গত ১৩ এপ্রিল রাজ্যের বিচার ব্যবস্থা দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এর ফলে বর্তমানে রাজ্যের ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে (West Bengal Judicial Service) কর্মরত সদস্যরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে নতুন মহার্ঘ ভাতা নীতিটি কার্যকর হবে এবং কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দিয়ে দেওয়া হবে।
অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে কর্মরত কর্মীরা বর্তমানে কেন্দ্রীয় হারে অর্থাৎ ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। পাশাপাশি এই নিয়ম লাগু হচ্ছে ১ জানুয়ারি থেকে। বিগত তিন মাসে যে বকেয়া মহার্ঘ ভাতা রয়েছে সেই মূল্যও তারা পেয়ে যাবেন।
এই বিজ্ঞপ্তি ঘিরেই মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন করা আন্দোলনকারীরা ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে। এছাড়া রাজ্য সরকারের দাবি যে, জুডিশিয়াল সার্ভিসে কর্মরত কর্মীরা কেন্দ্রীয় হারাই মহার্ঘ ভাতা পেয়ে থাকেন।।
তবে কো-অর্ডিনেশন কমিটি দাবী করেছে যে, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে কর্মরত কর্মীরা যেমন কেন্দ্রীয় হারে অর্থাৎ ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান, তেমনই রাজ্যের বাকি সরকারি কর্মচারীদেরও 42 শতাংশ হারে মহার্ঘ ভাতা পাওয়া উচিত। এই ব্যাপারে রাজ্যের দ্বিচারিতার কথা উল্লেখ করেছেন তারা।
গত সোমবার কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ডিভিশন বেঞ্চ মহার্ঘভাতা আন্দোলনকারীদের সাথে রাজ্য সরকারকে আলোচনা বৈঠকে বসতে বলে। আগামী ১০ দিনের মধ্যে দুই পক্ষকেই বৈঠকে বসার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে।