খুব তাড়াতড়িই কেন্দ্রীয় কর্মীদের জন্য আসতে চলেছে সুখবর। আগামী সেপ্টেম্বর মাসে ফের বৃদ্ধি পেতে পারে ডিএ। জুলাই থেকে কার্যকর হতে চলেছে এই ঘোষণা। সূত্র অনুযায়ী ৩% ডিএ বাড়ার কথা থাকলেও তা বৃদ্ধি পেতে পারে ৪% পর্যন্ত।
মহার্ঘ ভাতা বর্তমানে মূল বেতনের 50 শতাংশে দাঁড়িয়েছে। জানা গেছে যে ৭ম পে কমিশন অনুযায়ী এই DA মূল বেতনের সঙ্গে মার্জ করা হবে। তবে সূত্র বলেছে অন্য কথা। সূত্র বলেছে যে 50 শতাংশের বেশি মহার্ঘ ভাতার ক্ষেত্রে ডিএ মূল বেতনের সঙ্গে মার্জ হবে না। 8 তম বেতন কমিশন গঠন না হওয়া পর্যন্ত এটি চলতে থাকবে। এই ক্ষেত্রে বলে রাখি যে চতুর্থ বেতন কমিশনে ডিএ সর্বোচ্চ 170 শতাংশে পৌঁছেছিল।
ইতিমধ্যেই শুরু হয়েছে অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে জোর জল্পনা। এর মধ্যেই 2024 সালের জুন মাসে এই নিয়ে সরকারের কাছে আবেদন যায়। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী রাজ্যসভায় একটি লিখিত উত্তরে বলেন যে এই জাতীয় কোনো প্রস্তাব এখন সরকারের বিবেচনায় নেই। সরকারি কর্মচারীদের পারিশ্রমিক সংশোধন করার জন্য প্রতি 10 বছরে কেন্দ্রীয় সরকার বেতন কমিশন গঠন করে বলেই দেখা যায়।
-Written by Riya Ghosh